নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১২ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪১

প্রয়োজন

চলে যেতে চাও, যাও!
নিতম্বে প্রেমের দাগ থাক,
ঊরুসন্ধিতে, ওষ্ঠে
কিংবা থাক গ্রীবায়!

আবার বসন্ত এলে অলিকূল জানুক
গত বসন্তের ফুলে মধু নেই আর।
ঝরে যাওয়া ফুল মৃত্তিকার সাথে সখ্যতা গড়ুক,
পঁচে যাওয়া নিয়ে অতবেশী কষ্ট পেওনা মেয়ে
জীবনের বসন্ত অনাদি নয় কিংবা অনন্ত।

মধু নেই তবু তুমি ঢেকে থাক আব্রুতে
যেন এখনও তুমি বসন্ত পেরুচ্ছ আবার;
বিগত প্রেমিক না খোঁজে জীবনের মোহন বাশি,
সেই কবে প্রয়োজন ভুলে গেছে
শিফন মখমলে অন্তর্বাস।
জীবন এমনই
কোন কিছুইই থাকে না আর সেই রকম...
যেমনটা হলে বসন্ত আসে বার বার।

১২ই মার্চ ২০১৯
যুক্তরাজ্য।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৮

Sujon Mahmud বলেছেন: খুব সুন্দর হয়েছে কবি

২| ১৩ ই মার্চ, ২০১৯ রাত ১২:০২

রাফা বলেছেন: বাহ্ বেশ চমৎকার ।স্বাশ্বত সত্য কথাই কবিতাটির প্রাণ।
বেশ ভালো লেখনি ও শব্দের বুনন।ধন্যবাদ, মো.বাসার।

৩| ১৩ ই মার্চ, ২০১৯ সকাল ৭:২৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
আমার কাছে কবিতাটি খুব ভালো লেগেছে।

৪| ১৩ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:১২

নীল আকাশ বলেছেন: চমৎকার লিখেছেন।
প্রয়োজন ফুরালেই সব শেষ।
কবিতাঃ স্বার্থের প্রয়োজনে....
আমার কাছে কবিতাটি খুব ভালো লেগেছে।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.