![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
যারা চলে গেছে
বয়স বাড়লেই
শরীরও জানান দেয় বিচ্ছিন্নতার কথা,
যেতে হবে বলেই আরও বেশী যত্নে ফলায়
বুনো যৌবনের বীজ।
শুধু যারা চলে গেছে
তাদের ইতিহাস দেয়ালে লেখা আছে,
অতটা নিখুঁতভাবে কেইবা নেবে দায়?
অশ্বগেজ, ভগন্দরের রকমারি বিজ্ঞাপনে ঢেকে থাকে
পতিত পৌরুষ আঁকা
দেয়ালের কারুকাজ।
১১ই আগস্ট ২০১৯
যুক্তরাজ্য।
২| ১২ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২১
যবড়জং বলেছেন: যারা চলে গেছে তারাই বোধ হয় দায়মুক্ত হয়েছে ।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।