নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৮

বিপ্লব দীর্ঘজীবী হোক

সেফুদা তুমি বলেছিলে
ভিআইপির গুষ্টি চুদি,
এবার দেখ দেখ তুমি চোদার আগেই
ভিআইপি তোমার পোঁদ মারা শুরু করেছে।

অথচ সেফুদা তুমি যখন ভিআইপির
গুষ্টি চুদতে চেয়েছিলে
তখন গ্রামের দিনমজুর থেকে শুরু করে মসজিদের হুজুর
পাড়ার ছিঁচকে চোর থেকে শুরু করে সাংসদের ডাকাত
তোমাকে কত রকম ব্যঙ্গ করেইনা ভৎসনা করেছিল!
অথচ আজ ওরা যেটা দিয়ে তুমি গুষ্টি চুদতে চেয়েছিলে
সেটা দিয়ে গ্রামে গঞ্জে সবার পোঁদ মেরে যাচ্ছে।

সেফুদা আর কতদিন তুমি শুধু ভিআইপির গুষ্ঠি চুদতে চাইবে?
কবে তুমি সত্যিকার অর্থেই ভিআইপির গুষ্টি চুদবে সেফুদা?
গ্রাম থেকে গঞ্জে, মফস্বল থেকে শহরে
যত্ত যত্ত সেফুদা আছো জেগো ওঠ!
এবার লাঙ্গলের ফলা তোমার লিঙ্গ হয়ে ওঠুক,
তোমার বীর্ষ হয়ে উঠুক আগুনের স্ফুলিঙ্গ;
তুমি সত্যিকার অর্থেই একজন চোদক হয়ে ওঠো!
অসংখ্য সেফুদার স্বপ্ন নিয়ে
তুমি হও লেলিন, তুমি হও মাও!
তুমি যত্রতত্র ভিআইপি চুদে চুদে
একজন সত্যিকার চোদক হয়ে ওঠো!
আওয়াজ তোল ভুখানাঙ্গা মানুষ
আওয়াজ তোল বিপ্লব তরঙ্গায়িত লাল রক্তের যুবক
'বিপ্লব দীর্ঘজীবী হোক'।

২২/০৪/২০২০
যুক্তরাজ্য।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৪

নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে ভালো লেগেছে।

২| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাষার বিচারে এটা কোন কবিতা নয়,
ব্যক্তিগত ক্রােধ প্রকাশ,
যা সামু ব্লগে কাম্য নয় ।

..................................................................................
কবি কখনও অন্যকে আক্রমন করে এরকম কবিতা লিখতে পারে না ।

৩| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৪

আহা রুবন বলেছেন: এটা কী হল?

৪| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩১

সোনালি কাবিন বলেছেন: B:-) B:-)

৫| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: সেফু দা তো বদ্ধ উন্মাদ।

৬| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১:০৯

মোহাম্মদ বাসার বলেছেন: শঙখচিল ভি আই পির হসপিটাল যাতে সাধারণ মানুষের চিকিৎসার সুযোগ নেই তা বানিয়ে আপনার পোঁদ মারা শুরু হওয়ার প্রক্রিয়ায় আছে আর যদি আপনি ভি আই পির পুত্র কন্যা হন তাহলে আপনিও শীঘ্রই পোঁদ মারা শুরু করবেন। দেশের সংবিধান সম্বন্ধে যদি আপনার বিন্দুমাত্র ধারণা থাকে তাহলে আপনার বুঝতে কষ্ট হওয়ার কথা নয় যে এটা সুস্পষ্টভাবেই সংবিধানের লংঘন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.