![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
১।
তুমি রংতুলি নিয়ে বসে আছ
তোমাকে আঁকতে যেয়ে এঁকে দিলে আমাকে,
চোখের কিনারে অশ্রু দিয়ে বললে
এখানে আমি দুঃখ হয়ে আছি।
আমি বললাম হেসে
আমার দুঃখই কুলাতে পারিনা আমি
তোমার দুঃখ কোথায় ধরে রাখি!
২২/০৬/২০২০
যুক্তরাজ্য
২।
করোনা
করোনার যাতাকলে
থাকি বসে একা ঘরে
ডরে ভয়ে বাইরেও যাইনা।
আমার কিছু হলে
কাঁদবেনা কেউ বলে
নিজেই একা করি কান্না।
২| ১১ ই জুলাই, ২০২০ ভোর ৫:১৪
একাল-সেকাল বলেছেন:
কেঁদে ভাসালে বুক
যাবে না অসুখ,
মহামারি করোনা।
যতোই করো ভয়
হবেনা তো জয়
কেউ দেবেনা সান্তনা।
তার চেয়ে ভাই
মেনে চলা চাই
নিয়ম নীতি নির্দেশনা।
চলে যাক ভয়
হবে মোর জয়
এই হোক আরাধনা।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০২০ রাত ১:০৩
রাজীব নুর বলেছেন: কান্না করেও করোনা থেকে বাঁচা যাবে না।