![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
নিয়নের নগরী
এই বর্ষা ফুরালেই
নদীতট ছেয়ে যাবে সাদা কাশফুল
আকাশের ছেঁড়া মেঘ তোমার শাড়ি
আমাদের কথাহীন সময়ের ক্ষণ
নদীর স্রোতে স্রোতে করিবে আড়ি।
আমাদের চোখের ভিতর সোনালী সময়
কিংবা সমুখে সব স্বপ্নীল দিন
ছুঁয়ে যাবে আমাদের আশার বাড়ি;
যেন কোন দুঃখবোধ নেই আমাদের
না ছিল কোন কালের অতীত স্মৃতি।
এই বর্ষা ফুরালেই সাদা কাশফুলে
এঁকে নেব শরীরে মোহন পরশ,
ফিরবোনা ফিরবোনা আর কোনদিন
তোমাদের নিয়নের নগরীর ঘরে।
২১শে আগষ্ট ২০২১
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০২১ সকাল ১১:১৩
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময় কবি দা