নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

২১ শে সাহিত্য পদক ও বাল জাতীয় বিড়ম্বনা

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৪

কবি কামাল চৌধুরীর নাম হয়ত অনেকেই বা কেউ কেউ শুনেছেন। ২১শে পদককে প্রশ্নবিদ্ধ করতে এরচেয়ে ভালো বাছাই আর কমিটির হাতে ছিলনা।

যাইহোক ইন্ডিয়ার ঔষধ, বস্র, চিকিৎসা, সংস্কৃতি ইত্যাদি কোন কিছুর প্রতিই আমার তেমন কোন আগ্রহ নেই। কিন্ত বাংলা ভাষাভাষী বলেই হয়ত ইন্ডিয়ার হওয়া সত্ত্বেও কলকাতার বাংলার প্রতি আমার আগ্রহটা রয়েই গেছে। কালেভদ্রে ওখানকার একটি বাংলা শর্ট সিরিয়াল দেখা হয়। তাতে একটি ডায়ালগ ডাক্তার পিকে ধরের এসিস্ট্যান্টকে প্রায়শই বলতে শোনা যায় 'বালের ডাক্তার'।

এই কবির কথা শুনেওকি আমি বলবো - বালের কবি? না থাক। বেচারাকে এই প্রাপ্তির জন্য অনেক চাষীর নিকটই খাঁটি সরিষা তেলের জন্য ধর্না দিতে হয়েছে। তারচেয়ে এই বালের কবিকে যারা মনোনীত করেছেন তাদেরকেই কিছু বলা যাক জয় বালের ২১শে পদকের সিলেকশন কমিটি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩২

সোবুজ বলেছেন: রাজাকারকে দেয়নি সেটাই যথেষ্ট।আপনার পোষ্ট পড়ে কিছু কবিতা পড়লাম।একদম খারাপ লাগে নি।অবশ্য আমি কবিতার কিইবা জানি।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৭

জুল ভার্ন বলেছেন: কামাল আবদুল নাসের চৌধুরী (কবি কামাল চৌধুরী) হচ্ছেন একজন রাজকবি!

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৪

রানার ব্লগ বলেছেন: দেশে কবির আকাল পরছে মনে হয়। কমিটি কে বলেন সামহয়ারইন এ এসে কবি খুজতে !!!

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৩

আল আমিন হাসান সাদেক বলেছেন: বরফের মহাদেশ অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকায় কেনো বসবাস সম্ভব নয়। Antarctica। DURBEEN BANGLA

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: ে সমস্ত কবি সাহিত্যিক কথায় কথায় শেখ মুজিব এবং শেখ হাসিনার নাম নিবে তাঁরা পদক পায়। এটাই এখনকার নিয়ম।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২০

কৃষিজীবী বলেছেন: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে এক বছর দায়িত্ব পালনই তো যথেষ্ট। তাছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক হিসেবে মহা দায়িত্ব পালন করার পরেও যদি প্রশ্ন তোলেন, তাইলে আপনে বিম্পি জামাত, ফাকিস্থান... ইত্যাদি ইত্যাদি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.