![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
যুদ্ধ নিয়ে বন্ধু হিরন্ময় হাসানের কবিতা পড়ে মন খারাপ করবো নাকি হাসবো ঠিক বুঝে উঠতে পারছিনা। কিছু ইসলামী ধর্মীয় চিন্তাবিদের মতে এটাই সেই সময় যখন এমন পরিস্থিতি সৃষ্টি হবে তখন আল্লাহ্র হুকুমে ইস্রাফিল চুঙ্গায় ফুঁ দিয়ে পৃথিবী ধ্বংস করে দেবেন।
চলুন বেশী কথা না বলে বন্ধু হিরণ্ময় হাসানের যুদ্ধ নিয়ে কবিতা 'বিছানায় মুতিয়া' পড়ি।
সমকালীন কবিতাঃ
বিছানায় মুতিয়া
আমাদের সোনা
আমাদের দানা
আমাদের সঁপিয়েছেন আল্লাহ্!
ইয়াহুদি-নাছারা করিতেছে মারামারি
কোরআনে আছে লিখা এইভাবেই
হইবে পৃথিবী ধ্বংস
করিয়াছি বিশ্বাস চক্ষু বুজিয়া,
আমরা কী অবাক বোকাচোদা জাতি
আমরা কী বেদম চুতিয়া।
যদি ইহাই হইতো সত্যি
তাহলে ইস্রাফিল কি ফালাইতেছে
আসমানে বসিয়া,
আল্লাহ্ইবা করিতেছেন কী
এইসব ভাবিয়া যদিও নেই বহুমুত্র রোগ
তবু নিত্য দেই বিচানায় মুতিয়া।
-হিরণ্ময় হাসান
২৮শে ফেব্রুআরি ২০২২
আমাজন, দক্ষিণ আমেরিকা।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৬
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ চমৎকার ভাবনা
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০৬
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ফেসবুকে আপনার এই চু*** বন্ধুর এই কবিতে হন্য হয়ে খুজছিলাম , এখানে পেয়ে জীবন ধন্য হয়ে গেল।
৪| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ৭:২৫
মোহাম্মদ বাসার বলেছেন: নামের সাথে আব্দুল্লাহ থাকলেই যে আপনি ভালো মানুষ হবেন এমনতো নয়। আপনি আরবী নামের মতই আরবীয় চুতিয়া যে হবেন না তার কোন গ্রারান্টি নেই।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: মোটামোটি।