| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল লেখালেখি একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেক মানুষই আজ লিখে। ভাল লিখে খারাপ লিখে। পক্ষে লিখে বিপক্ষে লিখে। চলছে লেখালেখি। অনেকেরই প্রশ্ন থাকতে পারে, কাজের ফাঁকে, চাকরির ফাঁকে কখন লিখবো? আসলে যারা লেখালেখি করে তারা সবাই কিন্তু শুধু লেখালেখি নিয়েই বসে থাকে না। বরং অন্য চাকরির পাশাপাশি, ঘরের কাজের পাশাপাশি লেখালেখি করে। কেউ ফেসবুকে লিখে কেউ লিখে ব্লগে আবার কেউ লিখে খাতার পাতায়। তো লেখালেখি মনের সাথে সম্পর্কিত। আপনার মনে যদি লেখার প্রতি আগ্রহ জাগে তখন নিজে থেকেই খোঁজে বের করবেন সময়। আজকাল ফেসবুক চালায় না এমন লোক বিরল। ফেসবুক চালানোতে তো কমপক্ষে দৈনিক দশ বিশ মিনিট সময় হলেও খরচ করেন, এই সময়টাতে আপনিও লিখতে পারেন।
যে কেউ লিখতে পারে। লিখতে কোনো সময়ের প্রয়োজন হয় না, বয়সের প্রয়োজন হয় না। ব্যস লিখতে থাকুন। মনের কথা গুলো গুছিয়ে লিখতে পারলেই তো লেখক হওয়া যায়। বড় বড় লেখক যারা তারা শুধুই লেখালিখি নিয়ে পড়ে থাকেন নি। বরং অন্য কাজও করেছেন। কাজের ফাঁকে ফাঁকে সময় বের করে লিখেছেন। স্বাভাবিক যদি আপনি ফেসবুকের পাতায় লিখেন তাহলে আপনার তেমন কোনো অভিজ্ঞতা লাগবে না এমনিতেই লিখতে পারবেন। আর যদি বই লিখার ইচ্ছে করেন তাহলে আপনার কিছু কিছু কাজ বুঝেশুনে করতে হবে। বই পড়তে হবে। বড় বড় লেখক সাহিত্যিকরা কীভাবে লিখেছেন, কীভাবে লেখাকে সাজিয়েছেন সেটা আপনার খেয়াল করতে হবে। তারপর আপনি বই লেখার কাজ শুরু করতে পারবেন।
বই প্রকাশ হলেই যে, আপনার বই খুব বেশি চলবে তা কিন্তু নয়। বই ব্যবসায়ীরা আপনার বই নিয়ে ব্যবসা করবে। এজন্য আপনারও কিছুটা পপুলার হতে হবে। এক্ষেত্রে আপনি ফেসবুকে লেখালেখির বিভিন্ন গ্রুপগুলোতে লিখতে পারেন অথবা নিজে গ্রুপ বানিয়ে নিয়মিত লিখতে পারেন। এতে করে আপনার পাঠক তৈরি হবে। ভাল খারাপ বুঝতে পারবেন।
তো আর দেরি না করে লেখালেখি শুরু করে দিন। লেখালেখি করতে সময় বের করতে হয় না। পাক্কা ইচ্ছা করুন। আপনার মজবুত ইচ্ছা শক্তিই সময় বের করে দেবে।
©somewhere in net ltd.