| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড্রামা সিরিয়াল দেখা জায়েয বা যারা সিরিয়ালগুলোতে অংশগ্রহণ করেছে তাদের প্রশংসা করছি না। অনেক দিন আগে আমার আহবাবদের কেউ আমাকে এই ড্রামা সিরিয়ালের কথা বললেন, তখন দিরিলিস আর্তুগরুল আরবিতে ডাবিং হয়েছিল। সহজ আরবিতে ছিল। যা বোঝা যেত অনেকটাই। আমি আগ্রহ নিয়ে দেখলাম। এক ভিডিও দেখে আর দেখলাম না। যদি নারী চরিত্রগুলোর মুখ গুলো ঢেকে রাখতো অথবা কমপক্ষে ক্যামেরার সামনে না আনত, তাহলে কিছুটা ভাবা যেত। বছর দুয়েক পরে ইউটিউবে দেখলাম সেটার উর্দু-হিন্দি ডাবিং হয়েছে। কমেন্ট চেক করে দেখলাম যে, ভারত ও হিন্দুস্তানের লাখ লাখ যুবকেরা দেখে নিজেদের মন্তব্য জানিয়েছে। অন্যান্য দেশেরও রয়েছে। অনেক হিন্দুরা পর্যন্ত পজেটিভ মন্তব্য করেছে। ইসলামের ইতিহাসের সামান্য ঝলক দেখেই মানুষ এত পজেটিভ মন্তব্য যে করেছে যদি তারা ইসলামি ইতিহাস নিয়ে অধ্যয়ন করতো তাহলে ইসলাম বিরোধী যে কোনো ব্যক্তি ইসলামের প্রশংসা ছাড়া কিছুই করতো না। আজ তো ঘরেই আগুন লেগে গেছে। মুসলিম সন্তানরা নাস্তিক হয়ে যাচ্ছে। বেদ্বীন কাফিরদের কালচার আর ইতিহাস পড়ে তাদের মতো হওয়ার মতো চেষ্টা করছে। ইসলাম তাদের কাছে সেকেলে হয়ে গেছে।
তুর্কি ড্রামা সিরিয়ালটি পাকিস্তানকে গিফট দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট। পাকিস্তান যদিও বিশৃঙখলাপূর্ণ একটি দেশ। দেশের গোয়েন্দা বিভাগ ও সেনাবাহিনি অনেকটাই মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত। তাদের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের মাটিতে পা রাখতে পেরেছিল। এতোকিছুর পরেও সে দেশের সাধারণ মানুষ ভারত ও বাংলাদেশের মানুষের চেয়ে বেশি ইসলাম প্রিয়। এই তুর্কি ড্রামা সিরিজ যদি বাংলাদেশে চলতো যেভাবে পাকিস্তানে ও অন্যান্য দেশগুলোতে চলছে তাহলে এদেশের যুবকের মনে ইসলামি হিরোদের নিয়ে কিছুটা আগ্রহ তৈরি হবে। এটা আমার একান্ত নিজের কথা, আমার কথার সাথে কারো একমত হওয়া বা হওয়ার কোনো কিছু নেই। আর এবিষয়টি ফতোয়ার দৃষ্টিতে নেইনি। একটা মুভি দেখা যেরকম গুনাহ অনুরূপ এই ড্রামা সিরিয়াল দেখাও গুনাহ।

©somewhere in net ltd.