নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাঁদ ছাড়া আকাশ!!

মুহীদ

মুহীদ › বিস্তারিত পোস্টঃ

দেশের ব্যাংক ফাঁকা করে কি এখন রিজার্ভে হাত?

০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৫



দেশের ব্যাংক ফাঁকা করে কি এখন রিজার্ভে হাত?

দেশে লুটপাটের মহোৎসব চলছে। ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে কোষাগার ফাঁকা করে ফেলা হচ্ছে। আর সেই লোপাটের টাকা দিয়ে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে একশ্রেণীর লুটেরারা। এই লুটেরাদের আবার 'হাজার কোটি টাকা' কিছু না বলে ইনডেমনিটি দিচ্ছেন তাদের গডফাদারেরা।

এবার হাত পড়েছে আমাদের রক্ত-ঘামে অর্জিত রিজার্ভের টাকায়। তিলে তিলে গড়া রিজার্ভের ৮০০ কোটি টাকা লোপাট হয়ে গেলো অথচ কারো কোনো বিকার দেখছি না! দেখবোই বা কেনো, এদের তো আমার শ্রমিক ভাইদের মতো রক্ত-মাংস পানি করে টাকা আয় করতে হয় না। এরা তো পরজীবী শ্রেণী। এরা অন্যের কষ্টার্জিত অর্থ জবরদখল করেই দিব্যি জীবন কাটিয়ে দেয়। এদের কোনো কষ্ট নাই।

আমি মনেকরি, ব্যাংকিং চ্যানেলের জটিল জটিল নিয়মকানুন পাশ কাটিয়ে এতো বিশাল পরিমান টাকা হ্যাক করে নেয়া সম্ভব না যদি বড় বড় রাঘববোয়ালরা এর সাথে সম্পৃক্ত না থাকে। দেশের অর্থনীতিকে দুর্বল করে দিয়ে কিছু চোর বাটপারকে ধনকুবের বানানোর চেষ্টা পরিষ্কার বোঝা যায়। এদের হাজার-লক্ষ কোটি টাকা বানানোর সুযোগ দিয়ে রেল লাইনে ঘুমানো কোটি মানুষের মাথাপিছু আয় বাড়িয়ে কারো ভাগ্যের পরিবর্তন কি আদৌ সম্ভব?

আমি শুধু ভাবি এই ৮০০ কোটি টাকা কিংবা শুধুমাত্র হলমার্কের ৪ হাজার কোটি টাকা দিয়ে কতোগুলো পরিবারকে স্বাবলম্বী করে দেয়া সম্ভব ছিলো! অন্তত ৫ লাখ পরিবারকে। অথচ এই টাকা নাকি 'স্বাধীনতা পদক(!)' বগলদাবা করা মন্ত্রীদের কাছে কিছুই মনে হয় না!

দেশের লোপাট হওয়া টাকার খবর নাই, এরা ব্যস্ত কে কোন পুরস্কার নেবে সেটা নিয়ে। ছি! এভাবে পুরস্কার নিতে কি এদের এতোটুকু লজ্জা লাগে না?

কপি বাই Dr. Imran H Sarker

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১০

মহা সমন্বয় বলেছেন: আমি মনেকরি, ব্যাংকিং চ্যানেলের জটিল জটিল নিয়মকানুন পাশ কাটিয়ে এতো বিশাল পরিমান টাকা হ্যাক করে নেয়া সম্ভব না যদি বড় বড় রাঘববোয়ালরা এর সাথে সম্পৃক্ত না থাকে

ইয়েস একমত, আমিও তাই ভাবি।

২| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার ফেডারেল রিজার্ভে কেন বাংলাদেশের ক্যাশ? ওখানে তো স্বর্ণ থাকার কথা

৩| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


"কপি বাই Dr. Imran H Sarker "

-এর অর্থ কি?

০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

মুহীদ বলেছেন: লেখাটা Dr. Imran H Sarker এর। =p~

৪| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:


Dr. Imran H Sarker, Dr. মানে কি পিএইচডি, নাকি ডাক্তার?

১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৬

মুহীদ বলেছেন: Click This Link

৫| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৯

আবদিয়াৎ বলেছেন: শেখ হাসিনার উন্নয়নের সুনামিতে আমেরিকার ফেডারেল রিজার্ভ ও যে ডুবে গেছে তাতে টাকা সাগরে ভাসছে আর আমাদের মন্ত্রীরা হাসছে !!! অর্থ মন্ত্রীর কাছে এগুলা কিছুই না । তোরা যে যা বলিস ভাই নেত্রীর রাজসিংহাসন চাই .....।

৬| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:০০

সোজোন বাদিয়া বলেছেন: বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.