![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিডিয়ার বিদ্রেহ ঢাকা পড়ল এশিয়া কাপে!! ব্যাংক চুরির ঢাকা পড়তেছে তাসকিন আর সানিকে নিয়ে!!
সামনে আবার কোন ইস্যু আসতেছে সব কিছুকে চাপা দিতে?
মনে রাখা দরকার, সব কিছুর পিছনে সব কিছু যোগসূত্র আছে!!
তার উপরে বাংলাদেশ ব্যাংকের সুইফট কোডের নিয়ন্ত্রণ হয় ভারতে!! আমার দেশের গোপনীয় কিছু কেন অন্য দেশ থেকে নিয়ন্ত্রিত হবে?আর স্বাধানী সার্বভৌম বাংলাদেশের এই সুইফট কোডের নিয়ন্ত্রণ কেন দেশ থেকে করা হয় না!! টাকা লুটের পর নিয়ন্ত্রণে জড়িতদের বাংলাদেশে আসতে বলা হলেও তারা আসছে না!!
টাকা খোয়া গেছে ৫ ফেব্রুয়ারি, আর আমাদের অর্থ মন্ত্রী সাহেব ফেব্রুয়ারি র ২৯ তারিখেও এসে বলেন " সংবাদ পত্র থেকে জেনেছেন " !! বাংলাদেশ ব্যাংক নাকি তাকে কিচ্ছুই জানানি!!
এত বড় একটা ঘটনা ঘটে গেল আর অর্থ মন্ত্রী জানি জানলেন ২৪ দিন পরে। কিসের এত লুকোচুরি?
এর পরে,
ভারতীয় নাগরিক বিশ্বব্যাংকের অভিজ্ঞতাসম্পন্ন সাইবার বিশেষজ্ঞ রাকেশ আস্তানার মৌখিক পরামর্শে, নিরাপত্তার জন্য নতুন সফটওয়্যার ব্যাবহার করবে বাংলাদেশ ব্যাংক!! সফটওয়্যারটি সরবরাহও করবেন রাকেশ আস্তানা !! এক বিদেশি লোকের হাতে দেশের আর্থিক খাতের সকল তথ্য তুলে দেওয়া কতটুকু যুক্তি পূর্ণ? দেশের আর্থিক খাতের জন্য যে হুমকি নয়, কি তার নিশ্চয়তা? বাংলাদেশ ব্যাংক এর সকল শাখায় সকল কম্পিউটারে তার সফটওয়্যার চলবে এখন থেকে!!
১১ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৫৭
মুহীদ বলেছেন: দাদা কি ভারত থেকে বলছেন নাকি দাদা!! লেখা টা ভাল করে পড়েছেন দাদা? কেন যে বেহুদা প্যাচ খান !!
" নাকি লন্ডনে বসে এর প্ল্যান হয়েছিল! " মানে কি দাদা? ঘুমে সমস্যা থাকলে একটু ঘুমিয়ে নেন। ঘুম থেকে উঠে না হয় লেখাটা পড়লেন!!
২| ১১ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৩২
এমএইচডি বলেছেন: #কলাবাগান১ দাদা এত রাগ করলে হবে দাদা!! লেখাটা ভাল করে পড়েন নাই মনে হয়!! লেখক এখানে ভারতের দোষ দিচ্ছে এমন কিছু তো খুজে পেলাম না দাদা!! আমি যা পেলাম, শুধু আক্ষেপ দাদা।
১১ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৫৮
মুহীদ বলেছেন: আক্ষেপ
৩| ১১ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৩৫
নীল আকাশ ২০১৬ বলেছেন: সেই ৬ জনকে সনাক্ত করার সবচেয়ে বড় অবদান হল প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার (আরেক গাফফার চৌধুরীযার ধারণা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়েছে)। তাই তার বেতন আরো ২ কোটি টাকা বৃদ্ধি করে তাকে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক 'ভরসা' পদে পদোন্নতি দেওয়া হোক!
১১ ই মার্চ, ২০১৬ ভোর ৬:০০
মুহীদ বলেছেন: উত্তম প্রস্তাব!! ভাই দেখবেন, কেউ যেন আবার রাগ না করে!!
৪| ১১ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৫৯
কামের কথা কন!! বলেছেন: এই বাহান চো* কলাবাগান১ টাকে ব্লগ থেকে থাপড় দিয়ে বের করে দেয়া দরকার। অথবা ওরে সবাই মিলা ল্যাদান দরকার। অনেক দল কানা দেখসি কিন্তু হের মত বাহান চো* দল কানা দেখি নাই।
১১ ই মার্চ, ২০১৬ ভোর ৬:০৩
মুহীদ বলেছেন: ভাইয়া কেন যে বাজে বকেন। কামের কথা কন। কানা বইলেন না। রাতে ঘুমের একটু সমস্যা আর কি!!
৫| ১১ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৫৯
ডঃ এম এ আলী বলেছেন: প্রচ্ছদটি যারা ডিজাইন করেছেন তারাই এর সাথে যুক্ত থাকতে পারেন ।
১১ ই মার্চ, ২০১৬ ভোর ৬:০৭
মুহীদ বলেছেন: ডঃ সাহেব এফ বি আই রে কল করুম?
৬| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৭
টরপিড বলেছেন: বাংলাদেশ ব্যাংকের সুইফট কোডের নিয়ন্ত্রণ হয় ভারতে!! ভাই, অবাক হইতেছেন ক্যারে? বিশ্বাস ছাড়া বন্ধুত্ব হয় নাকি? বন্ধুরাষ্ট্র বলে কথা!
১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
মুহীদ বলেছেন:
৭| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভারতীয় নাগরিক বিশ্বব্যাংকের অভিজ্ঞতাসম্পন্ন সাইবার বিশেষজ্ঞ রাকেশ আস্তানার মৌখিক পরামর্শে, নিরাপত্তার জন্য নতুন সফটওয়্যার ব্যাবহার করবে বাংলাদেশ ব্যাংক!! সফটওয়্যারটি সরবরাহও করবেন রাকেশ আস্তানা !! এক বিদেশি লোকের হাতে দেশের আর্থিক খাতের সকল তথ্য তুলে দেওয়া কতটুকু যুক্তি পূর্ণ? দেশের আর্থিক খাতের জন্য যে হুমকি নয়, কি তার নিশ্চয়তা? বাংলাদেশ ব্যাংক এর সকল শাখায় সকল কম্পিউটারে তার সফটওয়্যার চলবে এখন থেকে!! (
(
শেইম!!!!!!
৮| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৯
মিলন মাযহার বলেছেন: আশ্চর্যজনক আশ্চর্যকথা! এর
চেয়ে মনে হয় টেকাগুলো বস্তাবন্দী কইরা বাংলাদেশের
মাঠেঘাটে, কলাবাগানে, ধানের ক্ষেতখোলা কিংবা পানেরবরজে মাটিচাপা দিয়া রাখনও অধিকতর নিরাপদ হইবে।
১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
মুহীদ বলেছেন:
৯| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: তর্কের খাতিরে যদি মেনে নেই যে যারা চুরি করল তাদের কে শনাক্ত করা হয়েছে ! কিন্তু প্রশ্ন হচ্ছে - এর আগেও শেয়ার বাজারের বাজিকর, হলমার্কের লুটেরাদের সনাক্ত করা হয়েছিল, কিন্তু তাদের বিরুদ্ধে আদৌ কি কখনো কোনো নূন্যতম ব্যবস্থা নেয়া হয়ছে ? এবারেও যতই সনাক্ত ফনাক্ত হোক, বাংলাদেশের ভিতরে যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে কোনো কিছুই হবে না বলে মনে হয় ! আর হাজার কোটি টাকা তো গোপাল ভাঁড় অর্থমন্ত্রীর কাছে খুব বেশি টাকা নয় !
১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
মুহীদ বলেছেন: সব ই রাবিশ কথা বার্তা
১০| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮
বিজন রয় বলেছেন: রাকেশ আস্তানাকে আগে ধরা হোক।
১১| ১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪২
স্বাধীনতাকামী বলেছেন: কি ভাবে মানবো আপনার কথা ও যুক্তি?!
এর কোন প্রমাণ আছে আপনার কাছে?!
১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
মুহীদ বলেছেন: দাদা কি দেশে থাকেন? নিউজ দেখেন / পড়েন ভুলেও?!!
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৬ ভোর ৫:১৪
কলাবাগান১ বলেছেন: ফিলিপাইনের যাদের ব্যাংকে টাকা জমা হয়েছে সেই ৬ জন কে শনাক্ত করার পরও আপনি এসেছেন 'প্যাচ' লাগাতে। আপনাদের আসল উদ্দেশ্য টাকা রিকভার করার চেস্টা কে না দেখে কিভাবে এটাকে ভারতের ঘাড়ে চালানো যায়, তার হীন প্রচেস্টা.... নাকি লন্ডনে বসে এর প্ল্যান হয়েছিল!!!!
বাংলাদেশ ব্যাংকের প্রধান করা হোক মীর কাসেম আলীকে। উনার টাকা পয়সা নিয়ে অনেক অভিজ্ঞতা।