নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগের কোন শিরোনাম নেই

Mohin Uddin Ashique

Mohin Uddin Ashique › বিস্তারিত পোস্টঃ

জীবন নিয়ে কিছু কথা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৮

এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের পেছনে এক একটা গল্প আছে প্রত্যেকটা দিন গল্পগুলো একটু একটু করে বড় হচ্ছে। সবাই চায় তার জীবনের গল্পটা সুন্দর এবং সম্পূর্ণ হউক তাই কতো কী পরিকল্পনা করা আর আর সেই ভিত্তি উপর চলা।
কয়জনে পারে তার পরিকল্পনা মতো নিজের জীবনকে চালিয়ে নিতে? কিংবা জীবন কী সত্যিই নিজের পরিকল্পনা মতো চলে? আসলে আমরা নিজের জীবন কে নিয়ে যতোই পরিকল্পনা করিনা কেন ভাগ্য আমাদের তার নিজের জায়গায় নিয়ে যাবে।
ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কোন ধারণা নেই। একটু পর কিংবা কাল কী হবে আমরা কেউ জানিনা তবে আমরা সম্ভাবনা দিতে পারি এই কাজটা কিংবা ঘটনাটা ঘটতে পারে, কিন্তু ১০০% সিউর হয়ে আমরা বলতে পারব না।
আমাদের জীবনে দুইটা খুব গুরুত্ব পূর্ণ বিষয় হচ্ছে
১. জন্ম
২. মৃত্যু
প্রথম বিষয় টা নিয়ে খুব বেশি ভাবতে হয় না আর দ্বিতীয় বিষয়টা কে আমরা তেমন গুরুত্ব দিইনা।
আমরা প্রায়ই ভুলে যাই আমাদের মৃত্যুবরণ করতে হবে।আসলে মানুষ হিসেবে আমরা সবাই নিজেদের মহান ভাবতেই পছন্দ করি তাই হয়তো মৃত্যু নামক অপ্রিয় সত্যটাকে আমরা যথাসাধ্য এড়িয়ে চলতে চেষ্টা করি, তার পরেও কোন কাজ হয়না। ( যদিও নিজেদের মহান ভাবাটা আমাদের শেখড় থেকে এসেছে তাই এটা দোষের কিছু বলে আমার মনে হয় না)
যদি আমরা জন্ম এবং মৃত্যু কে দুটি বিন্দু ধরি এবং এদের মাঝের ছোট্ট খালি স্থান কে আমাদের বর্তমান জীবন মানে যতদিন বেঁচে আছি সেটা মনে করি তাহলে কেমন হয়?
আমরা যত দিন বেঁচে আছি ততদিন আমাদের জীবনের গল্পটা ঐ খালি স্থানে লিখে যাচ্ছি।
হ্যাঁ আমরা যেদিন মরে যাব সেইদিন আমাদের প্রত্যেকের জীবনের সম্পূর্ণ কিংবা অসম্পূর্ণ গল্পটার " দি এন্ড " হয়ে যাবে। তবে আমাদের লিখে যাওয়া কিছু গল্প বেঁচে থাকবে আজীবন যেমন টা পৃথিবীর মহান ব্যাক্তিরা লিখেগিয়েছিল।

যদি আমরা ভবিষ্যৎ জানতে পারতাম তাহলে বেঁচে থাকার ইচ্ছেটা কখনো হত না। কেননা আগে থেকেই যদি সব কিছু জেনে যায় তাহলে বেঁচে থাকার জন্যে কোন কারণ আমরা খুঁজে পেতাম না তাই বেঁচে থেকে লাভ কী?
এই মহাবিশ্বে কোন কিছুই তো স্থায়ী নয়।স্থায়ী না হওয়ার আমরা কারনে বেঁচে থাকার এক একটা কারন খুঁজে বেড়ায়। এ স্থায়ী না হওয়ায় আমারা আশায় থাকি, সপ্ন দেখি। আশা আর সপ্ন এ দুটুই জিনিসই আমাদের বাঁচিয়ে রাখে। আশা আছে বলে মানুষ প্রতিদিন সুন্দর সপ্নদেখে আর সপ্ন দেখেই বলে মানুষ সবকিছু সহ্যকরে সপ্নটা পূরণ করার জন্যে ছুটে বেড়ায়।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.