নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগের কোন শিরোনাম নেই

Mohin Uddin Ashique

Mohin Uddin Ashique › বিস্তারিত পোস্টঃ

অজানা গন্তব্য

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

আমি হাঁটছি খালি পায়ে একটা মাঠের মাঝ দিয়ে। সবুজ ঘাসের গায়ে লেগে থাকা শিশির গুলোর জন্যে পা ভিজে গিয়েছে। আশেপাশের কুয়াশার যে অবস্তা তাতে আমার শীত লাগার কথা কিন্তু তার মাঝে আমি একটা হাফ হাতা গেঞ্জি পরে আছি কোন শীত লাগতেছে না।
মনে হচ্ছে কেউ একজন আমাকে ডাকছে। তার কন্ঠটা খুবই পরিচিত কিন্তু তাকে ভালোকরে দেখাযাচ্ছে না কোয়াশার জন্যে।

আমি চিৎকার দিয়ে বল্লাম আসছি মা।
একটু পর কুয়াশা কেটে গেল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার মা একটা কালো শড়ি পড়ে দাড়িয়ে আছে।
আমাকে দেখেই মা বললো ""কিরে এতো দেরি করলি কেন?
আমি কোন উত্তর না দিয়ে তাকিয়ে থাকলাম আমার মায়ের দিকে।
মা আবার প্রশ্ন করো ""কিরে এ রকম হা করে তাকিয়ে আছিস কেন?
না অনেক দিন তোমাকে দেখিনাই তো মা সেজন্যে।
দেখিশ নাই মানে?
হ্যাঁ মা, অনেক দিন পর তোমাকে দেখতেছি।
কী বলিস এগুলো তুই?
এই তোর শরীর ঠিক আছে তো? দেখি জ্বর এসেছে কিনা।
মা কপালের উপর হাঁতটা রখতেই আমার চোখদিয়ে পানি পড়তে লাগলো। মা আমাকে কী একটা বলতেই পাশথেকে অমি, এই অমি করে ডাকার শব্দ শুনতে পেলাম। শব্দটা আস্তে আস্তে তীব্র হতে থাকলো। আমি বুঝতে পারলাম এটা আমার আপা।কারন একমাত্র আপাই তো আমাকে এই নামে ডাকে আর সবাই ডাকে অর্ক বলে। মা মরে যাওয়ার পর এক মাত্র আপাই আমার সব।
হ্যাঁ চার বছর আগে মা আমাদের ছেড়ে চলে গিয়েছিল আমার এখনো মনে আছে মা সেইদিন আমার হাত ধরে বলে ছিল
সহজে কখনো ভেঙ্গে পড়িস না তুকে অনেক কিছুই করতে হবে।
আমি কঁদতে কাঁদতে বললাম : হ্যাঁ মা।

চারিদিকে তাকিয়ে দেখছি আপাকে কিন্ত আপাকে দেখতে পেলামা না।
আশে পাশের সবকিছু ঝাপসা হতে শুরু করল মাকে কোথাও দেখা যাচ্ছে না। এখন মনে হচ্ছে শুধু আপা না আমার বাবাও আমার নাম ধরে ডাকছে। বাবার মুখে অর্ক নাম টা শুনতে আমার খুব ভালো লাগে তাই বাবা যদি আমাকে ডাকে তাহলে সাথে সাথেই আমাই উত্তর দিই না।
ছোট ভাইটাও ভাইয়া ভাইয়া করে ডাকতেছে। কী হয়েছে ছোট? আমি জিজ্ঞেস করতে পারছি না।
আপা আর বাবা অনব্রত ডেকেযাচ্ছে কিন্তু তাদের ডাকের সাড়া আমি দিতে পারছি না।
কিন্তু কেন?
অনেক চেষ্টা করলাম চোখ মেলতে কিন্তু তাও পারছি না।
কিন্তু কেন?আজ এমন কেন হচ্ছে?
আস্তে আস্তে সব শব্দ ছোট হতে লাগল। মনে হচ্ছে আমি একটু একটু করে সবার থেকে অনেক দূরে সরে যাচ্ছি। একটু পর আমি শুনতে পেলাম আমার মা ডাকছে অর্ক এই অর্ক আমি ঘুরে থাকালাম দেখলাম আমার মা একটা কালো শাড়ি পড়ে দাড়িয়ে আছে মা বললো আর কতোক্ষণ দাঁড় করিয়ে রাখবি আমায়?
চল বাবা অনেক দেরি হয়েগেছে তো।
হ্যাঁ মা চলো অনেক দেরি হয়ে গেছে
আমি হাসি মুখে মায়ের হাত ধরে হাঁটতে লাগলাম বিস্তীর্ণ মাঠে সবুজ ঘাসের উপর দিয়ে।
যাচ্ছি অজানা এক গন্তব্যের দিকে,,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.