নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগের কোন শিরোনাম নেই

Mohin Uddin Ashique

Mohin Uddin Ashique › বিস্তারিত পোস্টঃ

কোন এক আষাঢ়ের বিকেলে

১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

আষাঢ়ের বিকেলে বাইরে ঝুপঝুপ বৃষ্টি হচ্ছে। ধুলাবালি মিশ্রিত এই যান্ত্রিক শহরটা বৃষ্টিতে ভিজে পরিষ্কার হচ্ছে। আমি মগ ভর্তি চা নিয়ে তোমায় ডাকদিলাম তুমি আসছি বলে উত্তর দিলে।
আমি বেলকনিতে গিয়ে তোমার অপেক্ষা করতে লাগলাম।
তুমি আসলে,
আমি পেছনে ফিরে তোমার দিকে অবাক চোখে তোমাকে দেখতে লাগলাম।নীল শাড়ী আর কপালে বড় একটা কালোটিপ, সত্যি খুব খুব খুব সুন্দর লাগছে তোমায়।

বৃষ্টি থেমে গেছে তবে আবার হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তুমি আমার হাতটা ধরে টেনে ছাদে নিয়ে এলে। সিড়ি রোমের ছাদটার উপর আমরা নিচে পা দুলিয়ে বসলাম হাতে মগ ভর্তী চায়ে একটা চুমুক দিলাম। ন্যাড়া কুকুরটা ঝুপ থেকে বের হয়ে গেইটের সামনে এসে একটা ঝাঁকুনি দিয়ে গা থেকে পানি ঝাড়াচ্ছে দারোয়ান কুকুরটাকে গেইটের সামনে থেকে তাড়িয়ে দিচ্ছে।
বৃষ্টির পর এই যান্ত্রিক শহরটা অসম্ভব রূপবতী হয়ে উঠে তা আগে জানতাম না।
বাড়ির পাশের আমগাছটায় একটা কাক এসে বসেছে ব্যাটা মনেহয় সিঙ্গেল তাই আমাদেকে তার সহ্য হচ্ছে না ব্যাটা আসার পরথেকেই কা কা করে চিল্লাইতেছে

একটু একটু ঝড় হাওয়া বইতেছে আমার ঠাণ্ডা লাগতেছে তাই আমি তোমার গাঘেঁষে বসলাম।
তুমি একহাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলে।
আমি তোমার চুলে হাত বুলাতে লাগলাম তুমি মুছকি হাসছ।
চা শেষ খালি মগটা আর ধরে রাখতে ইচ্ছে করতেছে না। মগে চা থাকা অবস্থায় মগের প্রতি আলাদা একটা টান অনুভব হয় যা খালি হওয়ার পর তেমন অনুভব হয়না।
আম গাছের ডালে বসে কাঁকটা এখনো তার কর্কশ কন্ঠে কা কা করে ডাকতেছে দেরি না করে হাতে থাকা মগটা বিয়াদব কাঁকের উদ্যেশ্যে ছুড়ে দিলাম।ব্যাটা উড়ে পালিয়েছে।
মগ ছুড়ে মারার অপরাধে তুমি আমার কান মুচড়ে ধরেছ উফফ এব্যথায় মনেহয়েছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি।
হ্যাঁ আমিই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।

সন্ধ্যা নেমে এলো,
একটা দুইটা করে বৃষ্টির ফোঁটা গায়ে পড়তে লাগলো।আমি তোমায় নিয়ে উঠে যেতে চাইলাম কিন্তু তুমি আমার হাত চেপে ধরে বললে ” এখন না আরেকটু বস”।
বাধ্যগত ছাত্রের মতো আমি বসে রইলাম তুমি আগের মতো এক হাতে আমাকে জড়িয়ে ধরলে, আমি তোমার কাঁধে আমার মাথা রাখলাম।
বৃষ্টি পড়তেছে
তুমি তোমার শাড়ির আঁচলটা আমার মাথার উপর ধরে রইলে, আমি তোমার দিকে তাকিয়ে হাসলাম, তারপর
(থাক এই ব্যাপার টা শুধু আমাদের মধ্যেই থাক অযথা এই ছেঁড়া ডায়েরীতে না লিখি)।

নিস্তব্ধ শহর আশেপাশের বিল্ডিং গুলোতে মিটমিট করে আলো জ্বলছে, বৃষ্টির পানিতে ভিজে এই শহরটা পরিষ্কার হচ্ছে গাছের পাতার উপর বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ হচ্ছে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার ছাদের উপর তুমি আমি শুয়ে রইলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.