নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মৈনাক। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, হাবিজাবি লিখতে পছন্দ করি, তাই ব্লগের জগতে আসা।লেখালেখি ভাল লাগলে কথা বলতে ফেসবুকে ফলো করতে পারেন www.facebook.com/soumitra.paul.370

মৈনাক ঋক

আমি মৈনাক

মৈনাক ঋক › বিস্তারিত পোস্টঃ

রূপকথারা রা রা রা, চুপকথারা রা রা রা, ফুরফুরে এক রোদের জন্মদিন! :)

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১:০৮

ছোটবেলায় নিজেকে রূপকথার চরিত্র ভেবে জল্পনা-কল্পনা করতে সবারই ভাল লাগত!
চরিত্রগুলো পরাবাস্তব,বাস্তব জগতের ওপারে!তবুও
এক একটা চরিত্র আমাদের কতটা কাছের!

শহরের উঁচু এপার্টমেন্টে রাতের খাবার টেবিলে মায়ের কাছে কোন ছোট্ট মেয়ের অনুযোগ,"মামমাম,আমি কেন সিন্ড্রেলার মতো দেখতে হলাম
না?"

বাবার কাছেই আবার তার আবদার,"এবারের জন্মদিনে সিন্ড্রেলার ঐ সাদা ফ্রকটা কিন্তু আমাকে কিনে দিতেই হবে আর সিন্ড্রেলাকেও
ইনভাইট করা চাইই চাই!"

যে সিন্ড্রেলাকে সে কখনো দেখেনি...কল্পজগতে যার আনাগোনা...সেই রূপকথার প্রতি ছোট্ট মেয়েটার কত মমতা!হয়তোবা জন্মদিনের রাতে দরজার সামনে তার জন্যে নির্ঘুম অধীর অপেক্ষা...

গ্রামের অজপাড়াগাঁয়ে কুপিবাতিতে মানুষ হওয়া কোন ছেলের রূপকথা
বৈশাখী মেলা থেকে কেনা মীনা-রাজুতেই গন্ডিবদ্ধ,গ্রীক মিথোলোজির ছয়মাথার দৈত্য হারকিউলিসের কথা বলে ভাতের থালা হাতে কেউ তাকে বলে না,"খেয়ে নে বাবু,নাহলে ঐ দৈত্যটা এসে সব খেয়ে ফেলবে!!"

তারই সমবয়সী কোন ছেলে হয়তোবা তখন অ্যলিস ইন ওয়ান্ডারল্যান্ডের
এলিসের স্বপ্নে বিভোর!ঐ কল্পরাজ্যকে নিজের জগত ভেবে দিনভর হুটোপুটি খেলা কিংবা স্বরচিত নির্জনতায় জানালার গ্রীল ধরে নিরস
মুখে দিবাস্বপ্ন দেখা!

আর আমার রূপকথা??!!
"মন্টু মিয়ার অভিযান" দেখতে দেখতে ছোট্ট ছোট্ট হাত পা নিয়ে সোফায় লাফালাফি করা আর আধো আধো স্বরে বলা,"পিতি,ঐ দেখো!মন্তু মিয়া!" এ কথা বলে আবারো সেই হাসির ঝংকার!


কখনো গডজিলার প্রলয়ংকরী বিধ্বংসী রূপ,
আলিফ লায়লার শারারা গুলকে দেখে মায়ের গা ঘেঁষে বসা,"মা,ঐ ভয়!ঐ ভয়!"
স্মিত হাসিতে মায়ের অভয় বাণী,"ভয় কীসের?আমি আছি তো!!
স্পাইডারম্যানের সুতার প্রত্যেক জালকে আমার কত পুন্জীভূত স্মৃতি!!
আর ঘরে পড়ার টেবিলটার পাশে ঝুলে থাকা ঐ ব্যাটম্যানের মুখোশটা?!!?
ওটাই বা কম যায় কীসে?কত বাচ্চাকে যে ওটা পড়ে ভয় দেখিয়েছি ইয়ত্তা নেই!!!
কিন্তু আজ ঐ মুখোশে অনেক ধুলো!

চোখে মোটা ফ্রেমের
চশমা পড়লেই রূপকথার স্মৃতি ঝাপসা হয়ে যায়না!!!
রূপকথারা ফিরে আসে,বারবার ফিরে আসবে!

ইশ!আমি যদি রূপকথা হতে পারতাম!
হয়তবা ফিরে আসতাম কোনো শিশুর মুখের এক চিলতে হাসি হয়ে... কিংবা জানালার ফাঁক গলে আসা রাতের ঘুমপাড়ানি স্বপ্ন হয়ে!!

রূপকথারা রা রা রা, চুপকথারা রা রা রা,
ফুরফুরে এক রোদের জন্মদিন!
:)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.