নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মৈনাক। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, হাবিজাবি লিখতে পছন্দ করি, তাই ব্লগের জগতে আসা।লেখালেখি ভাল লাগলে কথা বলতে ফেসবুকে ফলো করতে পারেন www.facebook.com/soumitra.paul.370

মৈনাক ঋক

আমি মৈনাক

মৈনাক ঋক › বিস্তারিত পোস্টঃ

মোম ফোঁটা

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৬

খুব ছোটবেলায়
মোমবাতি নিয়ে খেলা ছিল
আমার নেশা!
ইলেক্ট্রিসিটি চলে গেলে
আগে মোমবাতি জ্বালানো
আমার প্রধান কাজ।
অদৃশ্য
প্রতিযোগিতা ছিল
যেন ভাইবোনের
মধ্যে।আমার
আগে কেউ এই
কাজটা করতে পারবে না,
আমাকেই করতে হবে।

হোম ওয়ার্ক করছি।
অন্ধকার হয়ে গেল।
এক দৌড়ে ফ্রিজের
উপর
থেকে মোমবাতি নিয়ে দে ছুট|
বড়রা বারণ করত
আগুন
নিয়ে না খেলতে।
এটা করো না,
সেটা করো না।
তারাতো বারণ করবেই।
এটাই তাদের কাজ।
আর আমাদের কাজ
হচ্ছে না শুনে বুড়ো আঙ্গুলে কাঁচকলা দেখানো!

খুব চাইতাম তখন
রাতের
আকাশের
দিয়ে তাকিয়ে। ইশ!
একটা ক্ষমতা যদি আমার
থাকতো! যখন
ইচ্ছা চাইলেই নিজের
কান বন্ধ
করে ফেলতে পারতাম।
সুপারম্যানের মত
শক্তিশালী ক্ষমতাতো চাই
না,
শুধু ইচ্ছা মত নিজের
কানে শোনা বন্ধ
করতে চাওয়া কি খুব
বড় কিছু!??
কত ভাল
হত তাহলে! বাসায়
বকা দেয়ার সময় কিছু
শুনতাম না। টিচার
এত্ত এত্ত হোম
ওয়ার্ক দিলে বন্ধ
হয়ে যেত কান।
মামার বিশাল বিশাল
উপদেশ হাওয়ায়
মিলিয়ে যেত। কান
পর্যন্ত আসতো না।
কত ভাল হত।

গলে যাওয়া মোমবাতি হাতের
উপর
ফোঁটা ফোঁটা করে ফেললে!
পুড়ে যেত হাত। তাও
মজা পেতাম।
ফোঁটাগুলো ঠাণ্ডা হলে হাত
থেকে উঠিয়ে পেন্সিল
বক্সে জমিয়ে রাখতাম|
এটার নাম
দিয়েছিলাম “মোম
ফোঁটা”। টেবিলেও
একই কাজ করতাম।
আমার সারা টেবিল
মোম ফোঁটায়
ভর্তি যেত।
দুহাতে লেগে থাকতো মোম!

শৈশবে অনেকেরই
হয়তো পছন্দের
খেলা ছিল এটা,
হয়তো সবারই
একটা বিশ্বাস
জন্মে যায় কিছু
না কিছুকে ঘিরে।
আমার বিশ্বাস ছিল
মোমবাতি।
চারপাশ
ঘুটঘুটে অন্ধকার
হয়ে যাক। তারপরেও
আমি ভয় পাব না।
কাঁদবো না। আমার
সাথে আমার
মোমবাতি আছে না!!
এটা জ্বালাতে আমার
কোনো তার লাগবে না।
আগুন হলেই হবে। আর
এই আগুন সাথেই
থাকবে আমার
সবসময়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.