নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মৈনাক। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, হাবিজাবি লিখতে পছন্দ করি, তাই ব্লগের জগতে আসা।লেখালেখি ভাল লাগলে কথা বলতে ফেসবুকে ফলো করতে পারেন www.facebook.com/soumitra.paul.370

মৈনাক ঋক

আমি মৈনাক

মৈনাক ঋক › বিস্তারিত পোস্টঃ

আমাদের ভালবাসা

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৬

ভালবাসা আজকাল বন্দী থাকে ফুলে ওঠা পুরুষাঙ্গে কিংবা চার দেয়ালে বন্দী শয়নকক্ষের কিছু উষ্ণ চিৎকারে।
যে শয়নকক্ষের কাছে রাতভর জোনাকিরা আলোর মিছিলে আসতেও ভয় পায়,
ঘরের কোণে ফিনিক্স পাখিটাও ডানা ঝাপ্টাতে ভুলে যায়।
চাঁদও সেই শয়নকক্ষ থেকে নিজের মুখ লুকায়।
.
রাত বাড়ে, ঠোঁটে ঠোঁট লাগানো ফিসফিসানি গাঢ় থেকে গাঢ়তর হয়,
শরীর জুড়ে ভালবাসা সাক্ষী হয়ে থাকে কোন জমাট বাঁধা রক্ত বিন্দুর খাঁজে,
প্রথম বীর্যপাতে শত মানুষের শত আরাধ্য সেই ভালবাসা ধুয়ে যায়।
.
এই ভালবাসার প্রথম জন্ম কি কোন গ্রিক রাজকন্যার অগ্নিঝরা দৃষ্টিতে?
নাকি তৈলচিত্রের পোর্ট্রেটের কোন অবয়বের মতো অদ্ভুত সুন্দর ঠোঁটে?
জানি না, জানা নেই।
.
বদ্ধ জানালার পাশ দিয়ে ছুটে চলা কোন প্রজাপতির পালকে মেখে দিয়েছিলাম সমস্ত ভালবাসা।
প্রজাপতির পাখা থেকে সেই রক্তিম ভালবাসা ছড়িয়ে পড়েছে পৃথিবীতে।
জানালার কোণের ফিনিক্স পাখিটা ভুল করেও সে ভালবাসার খোঁজ নিতে যায় না।
হায় আমাদের ভালবাসা।


সে রাতের বহু রাত কেটে যায়, চন্দ্রলুপ্ত রাত ফুরিয়ে যেতে থাকে তোমাদের সূর্যনগরে।
তবুও অামি এখনো কোন গ্রিক রাজকন্যার অপেক্ষায় থাকি, অন্য কোন শরীরে, অন্য কোন অবয়বে, অন্য কোন ঘ্রাণে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অন্য কোন ঘ্রাণের ভালোবাসা এখন পাওয়া যায় কি?

২| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫

মৈনাক ঋক বলেছেন: হুম, পাওয়া যায়। প্রত্যেক শরীরেরই তো অালাদা অালাদা ঘ্রাণ থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.