![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ কবে কার ঠোঁটে খুন হয়েছি মনে নেই।
অাকন্ঠ বিয়ার ঢেলে মুখের দুর্গন্ধ সরাতে চুমু খাই অামি।
অাচ্ছা, চুমু অার বিয়ারের মিলিত ঝাঁঝ এত তীব্র কেন?
সেই কড়া ঝাঁঝে অামার নেশা কাটে !
সদবিত ফিরে পাই।
নেমে অাসি পাপ পুণ্যের হিসাব নিকাশ করা পৃথিবীতে।
যেখানে ভর রাস্তায় জনসম্মুখে কোন সুদর্শনার ঠোঁটে ঠোঁট বসানোর শাস্তি
মৃত্যুদণ্ড।
তাও অামি লোকলজ্জা ভুলে সুদর্শনার ঠোঁটে দ্বিতীয়বার ঠোঁট রাখি, শরীর থরথর করে কেঁপে ওঠে, অবধারিত ভাবে হাত মুঠোতে নেয় সুদর্শনার হাত।
অামি ওষ্ঠ দিয়ে টেনে নিতে থাকি চুমুর বিষপাত্র, যে পাত্রের বিষে অামি ধীরে নীলাভ হয়ে যাচ্ছি, হাতের অালিংগন অালগা হয়ে যাচ্ছে, ঠোঁটের মেলবন্ধন হালকা হচ্ছে, মনে হচ্ছে অামি কোন উঁচু দালানের ২১ তলা থেকে হারিয়ে যাওয়া প্রজাপতি।
সমাজের তথাকথিত সেই 'মৃত্যুদন্ড ' থেকে সুদর্শনার ঠোঁটে মৃত্যু ঢের ভালো।
প্রিয় সুদর্শনা, শেষ বারের মতো কি অামাকে অালিংগন করবে?
অামি হয়তো মারা যাচ্ছি, সব ধীরে ধীরে ঘোলা হয়ে যাচ্ছে,
অন্ধকার।
বড্ড অন্ধকার।
পাশ থেকে প্রেমের দেবতা অাফ্রোদিতি বলে উঠল, "বালক, তোমার মৃত্যু তবে এই রাতেই হোক। "
©somewhere in net ltd.