নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মৈনাক। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, হাবিজাবি লিখতে পছন্দ করি, তাই ব্লগের জগতে আসা।লেখালেখি ভাল লাগলে কথা বলতে ফেসবুকে ফলো করতে পারেন www.facebook.com/soumitra.paul.370

মৈনাক ঋক

আমি মৈনাক

মৈনাক ঋক › বিস্তারিত পোস্টঃ

ছায়াসঙ্গী

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬

ছোটবেলা থেকে ছায়ার প্রতি একটু বেশীই দুর্বলতা ছিলো অামার,
ছায়ার সাথে দৌড়াতাম,খেলতাম,কথা বলতাম এমনকি ঘুমাতে গেলে পর্যন্ত দেয়ালে ছায়ার সাথে কাটাকুটি
খেলতাম।
বাইরের বাবুগুলোর সাথে তেমন একটা মিশতাম না..
তাইই হয়ত ছায়ার সাথে এতটা সখ্য গড়ে উঠেছিল!!!


কি আশ্চর্য ছায়া! আমি হাত বাড়ালে কি সুন্দর হাত বাড়িয়ে আমার হাতটা ধরে,
অন্ধকারে কেউ পাশে না থাকলেও পাশে দাঁড়িয়ে
আমাকে অভয় দিত,নিঃসঙ্গতায় আমাকে সঙ্গ দিতো।

আর বারান্দায় ছুটে রেলিংয়ের ধারে গেলে ছায়াটা
যখন টুপ করে হারিয়ে যেতো,
তখন সেটা দেখে আমার সেকি খুশি।
কলম্বাস অামেরিকা অাবিষ্কার করেও এতটা খুশি হয়েছিলো কিনা অামার জানা নেই।
যদিও বড়রা বারান্দায় যেতে দিত না,বলত ছোটদের
নাকি বারান্দায় যাওয়া নিষেধ। বড়দের কাজই তো নিষেধ
করা,আর সেই নিষেধকে কাঁচকলা দেখানোই তো ছিল আমাদের ছোটদের কাজ।

কয়েক দিন পর পাশের বাসায় আমারই সমবয়সী একটা
ছোট বাবু এল।ভাব ধরে থাকতাম,নিজে থেকে কথা
বলতাম না,তাও কিভাবে যেন সেই ছেলেটির সাথে বন্ধুত্ব
হয়ে গেল।

বারান্দায় ছিল আমাদের সব দুষ্টুমির আখড়া,এক ঝুল বারান্দা থেকে আরেক ঝুল বারান্দায় অামাদের কথা হত।
ধীরে ধীরে আমি তাকে আমার প্রিয় ছায়াখেলা শিখালাম,
সে খুবই মজা পাচ্ছিল বুঝতে পারছিলাম,
বিশেষ করে ছায়ার সেই টুপ করে হারিয়ে যাওয়া দেখে আমাদের সেকি হাততালি আর হাসতে হাসতে গড়িয়ে পড়া।

এভাবে দিন ভালোই চলছিল, হঠাৎই কেমন করে যেন বড় হয়ে গেলাম, বাসায় পাশের ছোট গাছগুলো মারা গিয়ে সেখানে তাদের নাতিপুতিরা এখন সংসার সাজিয়েছে।
শৈশবের সেই দাপাদাপি আজ আর নেই,নেই ছায়ার
প্রতি অন্যরকম মোহাবিষ্টতা।

তবুও এখনো পড়ার টেবিলের ল্যাম্পশেডটার ক্ষীণ আলোতে যখন ঐ ছায়ার দিকে তাকাই, তখন সেই ছায়াখেলার কথা মনে পড়ে যায়,এখনো মাঝেমাঝে খেলাটা খেলি,তবে নিশ্চুপে।


যখন জানালার ধারে শুয়ে বই পড়ি, বসন্ত বাতাসে আলতো ভাবে আমার চুলগুলো নড়ে ওঠে,তখন পাশ ফিরেই দেখি তুই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছিস,
ইচ্ছে করে তোকে একবার ছুঁয়ে দেখি তোর স্পর্শ কেমন!

কিন্তু তুই যে অস্পৃশ্য,স্পর্শের বাইরে, তোর মাঝেই নিজের অন্যরকম আমিত্বকে খুঁজে পাই, কেউ জানুক আর
নাই বা জানুক তুই তো জানিস, তুই আছিস বলেই
তো আমি আছি। তুই ই আমার সেরা বন্ধু।

খুব ইচ্ছে হয় তোর মুখ থেকে বুলি শুনতে, তুই ই তো খালি আমাকে আমার মতো করে ডাকতে পারিস,
মিষ্টি একমুখী কথোপকথন কবে যে উভমুখী
হবে!!সেই স্বপ্নময় দিনটার অপেক্ষায় রইলাম।

(লিখেছিলাম ২০১৩ সালে,অনেক পুরনো কাঁচা হাতের প্রথম লেখা)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৭

আল আমিন সেতু বলেছেন: ভাল লাগল।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯

মৈনাক ঋক বলেছেন: ধন্যবাদ :)

২| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬

নীল মনি বলেছেন: ভীষণ ভালো লাগল :)

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৮

মৈনাক ঋক বলেছেন: ভীষণ ধন্যবাদ তাহলে :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.