![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক বর্ষায় অামাদের একটা রাত নামবে৷
রাতের প্রচন্ড ঝড়ো বাতাসে পুরো পৃথিবী মুহূর্তের জন্য স্থির হয়ে যাবে, শুধুমাত্র চলমান থাকবে অামাদের দুটো শরীর। যে দুটো শরীর বেঁচে থাকার জন্য গিলে খায় একে অপরের ওষ্ঠ।
অামাদের শরীরের সাথে টুংটাং ছন্দ মেলাবে অামার দরজায় ঝুলানো নীলচে সেই উইন্ড চ্যাম্পটা।
অদ্ভুতস্বরে উইন্ড চ্যাম্পটা যেন বলে যাচ্ছে,"ভালোবাসি৷ ভালোবাসি!"
অন্ধকার ঘরে মৃদু মোমবাতির অালো কেমন একটা ঘোরে অাচ্ছন্ন রাখবে অামাকে,
জানালায় ছিটকে অাসা বৃষ্টিবিন্দু অামার হাজার বছরের অপেক্ষায় অশ্রুবিন্দু হয়ে ফিরবে,
ব্রজনিনাদের ভয়াল শব্দে কেউ অামার প্রসারিত বাহুডোরে বাঁধা পড়বে,
অামি হাত দিয়ে সেই মুখটা তুলে দেখব,প্রচন্ড মায়া লেপ্টে থাকবে সে মুখশ্রীতে,
ময়ূরের নাচের ছন্দে অামার বুকের বাঁ পাশটা কাঁপতে থাকবে,
প্রেমের দেবতা অাফ্রোদিতিও আমাদের সে রাত নিয়ে ঈর্ষা করবে।
ঠোঁট থেকে ঠোঁটে জীবনীশক্তি নিতে নিতে মোমবাতির শিখা ধীরে ধীরে স্তিমিত হবে,
উইন্ড চ্যাম্পের অাওয়াজ এক পর্যায়ে মনে হবে বহুদূর থেকে ভেসে অাসছে,
অামার নিঃশ্বাস ভারী হতে হতে এক পর্যায়ে থেমে যাবে,
তবু কানে অালতো কামড় দিয়ে ঠিকই বলবি,
"ভালোবাসি, ভালোবাসি।"
সত্যি অামাদের এমন একটা রাত নামবে,
সত্যিই নামবে,দেখে নিস!
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫২
মৈনাক ঋক বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৪
রাকু হাসান বলেছেন:
নামুক সে রাত ,অপেক্ষায়
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৫
মৈনাক ঋক বলেছেন: নামবে, নামতেই হবে
৩| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৪
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫০
মৈনাক ঋক বলেছেন: হাহা, ধন্যবাদ
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬
ঋতো আহমেদ বলেছেন: নামটা বেশ। মৈনাক ঋক। এর অর্থ কী?
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৯
শাহারিয়ার ইমন বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম