![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
বুকের নদী
মুজিব রহমান
আমার বুকের ভিতরে একটাই নদী
সেই নদীতে বৃষ্টি পড়ে টাপুর টুপুর
সেই নদীতে স্বচ্ছজল নীলের উপুর
সেই নদীতে সমীরণ বয় মৃদুমন্দ
সেই নদীতে স্রোত নামে মেনে ছন্দ
অবগাহনের জন্য তুমি নামতে যদি
সেই নদীতে ডাকতো বান বসন্তের
সেই নদীতে ফুটতো ফুল অনন্তের
সেই নদীতে সৃষ্টি হতো মধুর সুর
সেই নদীতে থাকতো সদাই মিষ্টি ভোর।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
ভরযুক্ত অপদার্থ বলেছেন: