নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

কবিতা: শাহবাগে কোনো নির্লজ্জ নেই

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

লেখক: সুমন ইসলাম



হুমায়ুন আজাদের মৃত রক্ত প্রজন্ম গণজাগরণ তুলেছে

আজ জয়বাংলা আমাদের

কোনো মায়াবিনীহরিনের একক কন্ঠস্বর নয়।

বিস্তীর্ন দেয়ালের ফ্রেমবন্দি অজস্ত্র প্রাণ গুলো ছুঁটে আসছে,তারা জাগরণের উন্মাদে হাঁটছে

সারাদেশ।চলুক এ উন্মাদ।যেদিকে যায় যেতে দাও

কন্ঠে বেঁধেছি আবার জয়বাংলা।

হুমায়ুন আজাদ,তোমার মৃত রক্তে গণজাগরণ লেগেছে।

ক্ষেপেছে একুশ,শিবের ক্ষেপানৃত্যে,মুহম্মদের সত্যবিশ্বাস আছে

এই জয়বাংলা’র গণপ্রতিবাদে।

শাহবাগে কোনো নির্লজ্জ নেই।ঘাতক নেই।

মিলেমিশে আপনিও আসুন-

সবল সংগ্রামী অগ্রগামী করে তুলুন এই শাহবাগ।#

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

লেখোয়াড় বলেছেন:
ভাল লাগল।
+++++++++++

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

shfikul বলেছেন: +++++

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

যাযাবর৮১ বলেছেন:




কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.