![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
আমের মুকুল ফোটে যখন বের হয় অবয়ব
প্রসবের যন্ত্রণায় কেঁপে উঠে গাছের শরীর
তারপর দেখে সবুজ গঠন কি অপরূপ সব
এই সুখানুভূতি ছড়িয়ে যায় মাটির গভীর।
সূর্যটার গর্বিত মুখ, বাতাসের মুখ হাসিভরা
সুখের অনুরণনে গড়াগড়ি খায় পানির অনু
সবার শ্রমে ঘর আলো করেছে সবুজ অস্পরা
এ ভালবাসায় গোলগাল বেড়ে উঠে আমের তনু।
এই যে লক্ষকোটি ঝরে যাওয়ার মাঝে টিকে থাকা
কখনো ঝড়, তীব্র খরা কিংবা পোকার উৎপাত
ভ্রমরের অনুপস্থিতি- সোজা নয় সব পথই বাঁকা
কে ঝরে যাবে, বুঝা দায় ঘটে আকস্মাৎ প্রপাত।
এতো অনিশ্চয়তায় বেড়ে উঠে- আসে পূর্ণতা
সব ঝরে, আসে সবুজ উল্লাস, থাকেনা শূন্যতা।
©somewhere in net ltd.