নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

ফাঁসি বন্ধ করা হউক

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

১৫২ জন মানুষের একসাথে ফাঁসি। সারা বাংলাদেশ উল্লাসে অপেক্ষা করছে দ্রুত ফাঁসি কার্যকর করার। আমরা কতটা ফ্যাসিবাদি মানসিকতার তা এর থেকে বুঝা যায়। একটি মানবাধিকার সংগঠনও সোচ্চার নয়। একজন বুদ্ধিজীবীও বলছে না এসব ফাঁসি ফাঁসি খেলা বন্ধ কর। এতে যে আরো ১৫২টি জীবন চলে যাবে তা কেউ বলছে না। এভাবে ঢালাও বিচারে প্রতেকটি মানুষই ফাঁসির সমতুল্য অপরাধ করেছে তার প্রমাণ করা অসম্ভব। আমরা দেখেছি শতাধিক আসামীকে রিমা-ে নিয়ে হত্যা করা হয়েছে। এই ভয়ে কতজন স্বীকারোক্তি দিয়েছে তার কি কোন প্রমাণ করা হয়েছে? আমরা কি খুনের উৎসব দেখতে দেখতে বোধহীন হয়ে পড়েছি। বাঙ্গালি কি জাতিগতভাবে দানবে রুপান্তরিত হচ্ছে? এসব প্রশ্ন এখন করার সময়। আমাদের বিচার বিভাগের দুর্বলতা কিংবদন্তীতুল্য। এখানে পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠে। পুলিশ উন্মুক্তভাবেই ঘুষ গ্রহণ করে। পুলিশ চূড়ান্তভাবেই অদক্ষ এবং দুর্নীতিপরায়ন। সেই পুলিশের রিপোর্টে এবং রিমান্ডের রিপোর্টে যদি কারো ফাঁসি হয়ে যায় সেখানে ভুলত্রুটি থাকাই সাভাবিক। এখানে যদি ২০ ভাগ ভুল হয় তাহলে ৩০ জন নিরপরাধ মানুষকে হত্যার দায় কে নিবে। বাংলাদেশের আইন থেকে এখনই ফাঁসি উঠাতে হবে। যদি ব্যক্তির হত্যা করার অধিকার না থাকে তাহলে রাষ্ট্রেরও হত্যা করার অধিকার থাকতে পারে না।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

ইসপাত কঠিন বলেছেন: সুন্দর বলেছেন। আপনারা দেশের নেতৃত্বে না এলে খুনীরা নিশ্চিন্তে খুন করতে পারবে না। তাই খুনীদের মানবাধিকার রক্ষার জন্য আপনাদের নেতৃত্বে আসা খুবই প্রয়োজন। খুনীদের মানবাধিকারই আসল মানবাধিকার। যারা খুন হয় তারা আবার কিসের মানুষ আর তাদের আবার কিসের অধিকার?

২| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭

ননদালীনাজ বলেছেন: সহমত

৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

নিজাম বলেছেন: বিডিআর হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ আমরাও জানাই। কিন্তু ইতোমধ্যে এই হত্যার দশ গুন প্রতিশোধ নেয়া হয়ে গেছে। আর হত্যা নয়।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১১

মাসুদ রশিদ বলেছেন: তাহলে হত্যার সর্বোচ্চ শাস্তি কি হওয়া উচত?

৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২১

সোজা সাপটা বলেছেন: তাহলে হত্যার সর্বোচ্চ শাস্তি কি হওয়া উচত? আমার মনে হয় এ ক্ষেত্রে ইসলামিক রুল যেটা আছে সেটাকে আমার ভালই লাগে। তা হলো নিহত পরিবারের মতামত।

যা হোক হত্যার বদলে হত্যা অনেকের কাছে খারাপ লাগলেও ..এই আইন বাস্তবায়ন না করলে আরো হাজারো হত্যা হয়তো সামনে অপেক্ষা করবে।

আরো একটা কথা .. আসল খুনিদের কি বিচার হচ্ছে???

৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

দখিনা বাতাস বলেছেন: সেনাবাহিনীর মন চাইছে, তাই দিসে। এইটার প্রতিবাদ জানাইতে গিয়া নিজের বিপদ ডাইক্কা আনবো কেডা B-)

৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: হুম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.