নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

হিটলার কি কোনভাবেও টিকতে পারতো?

১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

হিটলার নির্বাচিত সরকার ছিল। সংসদ তাকে সর্বময় ক্ষমতা অর্পন করেছিল। তার ছিল গোয়েবলিস। একটি মিথ্যা দশবার বললে সেটা নাকি সত্যি হয়ে যায়। পৃথিবীর বহু সরকারই গণতান্ত্রিকভাবে ক্ষমতায় গিয়ে আস্তে আস্তে হিটলার হয়ে উঠে। সেখানে মিথ্যাবাদি প্রতারক গোয়েবলিসদের দেখি। আমি সবচেয়ে বেশি হতাশ হয়েছি আমাদের বাম নেতাদের আচরণ দেখে। আমি আশ্বস্ত জাসদ-ওয়ার্কাস পার্টি কোনদিন এককভাবে ক্ষমতায় যেতে পারবে না বলে। ইনু ভাই যে ভাষায় কথা বলছেন তাতে গোয়েবলিস লজ্জা পাবে। ইনু ভাইর প্রতি যে শ্রদ্ধা ছিল তা আর নেই। দিলিপ বড়ুয়ার ভাই আমার বন্ধু ছিল। তার কাছে দিলিপ বড়ুয়ার দুরবস্থার কথা অনেক শুনেছি। আজ তিনিও তেল চপচপ। তবু সিপিবিকে ধন্যবাদ দেই, উল্টোস্রোতের যাত্রি বলে।

কেউই মানুষকে অসম্মান করে ক্ষমতায় থাকতে পারে না। পৃথিবীর ইতিহাসে নেই। সেই ইতিহাস বদলানো কি খুব সহজ? কে বদলাবে? বাঙ্গালির মধ্যে একমাত্র বঙ্গবন্ধুর সেই ক্ষমতা ছিল। তিনি ইতিহাস তৈরি করেছেন। কিন্তু তিনি তা করেছেন জনমানুষের সমর্থনে। আমি একটি বই পড়েছিলাম, আমি হিটলার বলছি। হিটলারের প্রতি তাতে আমার ঘৃণা লাঘব হয়নি। কিন্তু কিছু মানুষ হিটলারকে পছন্দ করে। আমরা মাঝেমাঝে গরীব দেশগুলোতে হিটলারের উত্থান দেখি, পতনও দেখি। একটি বিষয় নিশ্চিত হয়েছি, হিটলারের উত্থান নিশ্চিত না হলেও পতন নিশ্চিত। এই ধারাবাহিকতা লংঘন ততদিন পর্যন্ত হবে না যতদিন পৃথিবীতে অন্তত তিনজন মানুষ থাকবে। হিটলার কি কোনভাবে টিকতে পারতো? মনে হয় না। তার পতন হতই, পতন হতেই থাকবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

সপ্নময় তপু বলেছেন: Valo laglo

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.