নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

এ ফাঁসি কাম্য নয়

১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

বিশ্বজিৎকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করেনি। সে উগ্রপন্থী রাজনীতির শিকার। তাক হত্যা করেছে বাংলাদেশের অসুস্থ রুগ্ন রাজনীতি। এই হত্যার জন্য ৮জনকে ফাঁসি দেয়া হল। এটা অনভিপ্রেত। বাংলাদেশে ফাঁসি কাম্য নয়। এই ফাঁসিতে যে কেউ যে কাউকে ঝুঁলিয়ে দিতে পারে। সরকারের উচিৎ সব ফাঁসির আদেশ বন্ধের জন্য আইন করা। অন্তত যুদ্ধপরাধীদের বাইরে রেখে অন্য সকল আইনে ফাঁসি দেয়াটা বন্ধ করা দরকার। রাজনৈতিক উন্মাদনার নির্দেশ দাতা এই বখে যাওয়া তরুণরা নয়। তারাও রাজনীতির শিকার। তাদের যারা নষ্ট করেছে তাদেরই বিচার হওয়া দরকার।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

ইউর হাইনেস বলেছেন: ফাসির আদেশ বন্ধ করার আগে আর একটা আইন প্রণয়ন করতে হবে____ যেমন যারা ফাঁসির আদেশ পাওয়ার মত আসামী তারা যেন কোনদিন দুনিয়ার আলো -বাতাস দেখার সুযোগ পায় না। কোন রাজনৈতিক শক্তি যেন তাকে অনৈতিক সুবিধা দিতে না পারে।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

ইউরো-বাংলা বলেছেন: মামার বাড়ির আবদার নাকি ! আমার মতে ওদেরকে ফাঁসি দেওয়া কম হয়ে গেছে, ওদেরকে ওপেনলি ব্রাশ ফায়ার করে মারা উচিৎ।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

ঢাকাবাসী বলেছেন: নিজের মুখে থুতু পড়লে থুতু খারাপ তাইনা?

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

হেডস্যার বলেছেন:
এহ !! আইছে আইন কইরা ফাঁসি বন্ধ করতে।
এইসব বুলি যাগো কাছে থেইকা শুইনা মুখস্ত করছেন তাগো দেশে এখনো মৃত্যুদন্ড যায়েজ।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২

নাগরিকমন বলেছেন: এইসব বালের লেখা এইখানে না লিখে পারেন না? এইসব বুলি যাগো কাছে থেইকা শুইনা মুখস্ত করছেন তাগো পা চাটা দেন যান। ওদেরকে ফাঁসি দেওয়া কম হয়ে গেছে, ওদেরকে ওপেনলি ব্রাশ ফায়ার করে মারা উচিৎ।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৫

দেশপ্রেমিক পোলা বলেছেন: এমন পরিস্কার ভিডিওসহ প্রমান থাকার পরেও যদি ফাঁসি না হয় তাহলে এই ধরণের অপরাধ বেড়েই যাবে। ফাঁসি দেয়া হয় বাকীদেরকে শিক্ষা দেয়ার জন্যই। অন্যরা যেন সরকারী দলের হলেই খুন করবে প্রকাশ্যে রাস্তায়- এমনটি করার সাহস না পায় এজন্যই ফাঁসি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.