![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
নির্বাচনী দায়িত্বে যাব বলে ভয়ে আছি। মারা গেলে ক্ষতি নাই, সম্মান নিয়ে বেঁচে থাকাটা অসম্ভব বলে মনে হচ্ছে। মারা গেলেই আমার নামে বরাদ্দ হবে ৫ লাখ। নির্বাচন শুরু হলে কতটা সম্মান থাকবে তা নিয়ে আতঙ্কে আছি। বহুমুখী ভয়। কেন্দ্রে যেতে যেতে বিরোধীপক্ষ বাঁধা দিতে পারে। এখানে বহুভাবে ক্ষতিগ্রস্থ হতে পারি। সম্মান ক্ষুন্ন হতে পারে। এরপরেও যদি কোনভাবে সহিসালামতে কেন্দ্রে যেতে পারি ভয় কি শেষ? এখানে তৈরি রয়েছে বহুমুখি ভয়। এখানে বিরোধী পক্ষ বাঁধা দিতে পারে। বাঁধা না দিলেও বহুমুখি সমস্যা। ভোট কাস্টিং কত হবে? যদি কম হয় তাহলে এক চাপ, বেশি হলে অন্য চাপ। জাল ভোটারদের ধরতে গেলে, অসম্মানিত হব হতে পারি? না ধরলেও বিপদ! দেখা গেল নির্বাচনে কয়েকজন ভোট দিতে এসে দেখলো জালভোট দেয়া হয়ে গেছে তারা মিডিয়াকে জানালো। মিডিয়াতে খবর হল, আমারও খবর হয়ে যাবে। একজন এসে যদি ব্যালট নিয়ে জোর করে ভোট দিতে চায়, আমি কি সরকারি দায়িত্ব পালন করতে পারবো? যদি না পারি এই ব্যর্থতাতো আমারই। আমার শাস্তি হওয়া আইনতভাবে উচিত। এতো বহুমুখী অসম্মানের সম্ভাবনার চেয়ে ৫ লাখ টাকা কম নয়। একটু দোয়া করবেন, যেন অসম্মানিত না হতে হয়।
০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮
মুজিব রহমান বলেছেন: ভাইরে জ্বরতো গত তিনদিন যাবৎ চলতাছে।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০
হাতির পা বলেছেন: ফি আমানিল্লাহ।
০৩ রা জুন, ২০১৪ বিকাল ৫:২৫
মুজিব রহমান বলেছেন: সন্ত্রাসীদের কবলে পড়লেও বেঁচে এসেছিলাম আপনাদের দোয়ায়।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২
পথহারা নাবিক বলেছেন: আপনার এলাকা কোনটা! গ্যাঞ্জাম হবেই তাই সাবধানে থাকবেন!!
০৩ রা জুন, ২০১৪ বিকাল ৫:২৭
মুজিব রহমান বলেছেন: আমার এলাকা শ্রীনগর। সাবধানে থাকার সুযোগ ছিল না, ধন্যবাদ।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫
ভিটামিন সি বলেছেন: সরকারি চাকুরি করলে তও এই অবস্থায় পড়বেনই। বেনজির সাহু জানতে পারছে প্রেসক্লাবে জঙ্গিদের আড্ডা হয়। আপনি কি জানবেন বোঝতে পারছি না।
০৩ রা জুন, ২০১৪ বিকাল ৫:২৮
মুজিব রহমান বলেছেন: তাহলেতো ডাবল সমস্যায় পড়লাম।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬
নীল জানালা বলেছেন: সমবেদনা রৈল আগাম। তবে আপনি আর কেন্দ্রে গিয়া কি করবেন? রেজাল্টতো হাসিনা দেবী আগে থেইকাই নির্ধারিত কৈরা রাখসেন। আমার কথা শোনেন দোয়ার চাইতেও ভালো কাজে দিব। ঠান্ডা পানি দিয়া গোসল করেন আধাঘন্টা তারপরে ভিজা গায়ে ভিজা চুল নিয়া খোলা জায়গায় বৈসা থাকেন দশ মিনিট। জ্বর আসতে বাধ্য। এরপরে বিছানায় পৈরা থাকেন। বাঁইচা থাকলে পাঁচ লাখ কামাইতে পারেন বা না পারেন, আত্মীয় স্বজনের অনেক উপকারে আসতে পারেন। সুতরাং.....