![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
যার ঠোঁটে চুমু খাওয়ার কেউ থাকে না
মুজিব রহমান
যার ঠোঁটে চুমু খাওয়ার কেউ থাকে না, সে জানে না
বাতাসের দোলায় কেন বিপুল শিহরিত হয় ধানেরশীষ
কতোটা সুখে গতিবান হয় পালতোলা নৌকা
কোকিলের কাতরতা কেবলই উল্লাসের আহবান
ফুলের মেলে ধরা মানে কেবলই এক উষ্ণ চুমুর প্রতীক্ষা।
যে মেয়েটা এখানো কিশোরী- সে ভালোবাসে চুমুর জন্য
যে মেয়েটা হয়ে উঠেছে যুবতী- তার ঠোঁটের কাঁপনও ভালোবাসার জন্য
আর পরিণত একজন নারী- চুমুহীন কাটাবে না একটি দিনও
পৌঢ়াদের চুমুহীন থাকা মানে মৃত্যুর মধ্যে থাকা।
আমৃত্যু পাখিরা জুটিবদ্ধ থাকে- ঠোঁটে ঠোঁট রাখার জন্য
একজোড়া চঞ্চল শালিক কিংবা একজোড়া স্থির পায়রা
তারা একটি বারও ভাবে না চুমুহীন থাকার কথা।
যার ঠোঁটে ঠোঁট রাখার কেউ থাকে না
সে হারিয়ে ফেলে ভালোবাসা, মানবিক গুণাবলী আর মধুর কণ্ঠস্বর
আস্তে আস্তে সে খুনী হয়ে উঠে নির্মমভাবে
ভালোবাসাহীন, চুমুহীন একটি দিনও যেন কারো না আসে।
©somewhere in net ltd.