নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

আসুন আমরা বাঙালি জাতি হিসাবে গর্ববোধ করি

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

বাঙালি জাতি নিজের সম্পর্কে বিপুল ভুল ধারণা পোষণ করে। তারা অনেক বিষয় নিয়ে গর্ববোধ করে। আমি বিস্মিত হই তাদের গর্ববোধ হওয়া দেখে। বাঙালি প্রতারণা করে কাউকে ঠকাতে পারলে আত্মতৃপ্তি লাভ করে। এই নির্বাচনে যে ব্যক্তি প্রার্থীর কাছ থেকে বেশি আদায় করতে পারবে, তার সম্মান বেশি। যে বাঙালি বেশি ঘুষ, দুর্নীতি, চুরি চামারি করে সমাজে তার সম্মানই থাকে। যারা পারে না বাঙালি সমাজে তারা অকর্মা। আমি একবার এক ধর্ষককে বললাম, আপনি বয়ষ্ক মানুষ হয়ে একজন গর্ভবতী নারীকে কিভাবে পারলেন? সে বুক ফুলিয়ে বলেছিল, যার ক্ষমতা আছে সে পারে। বাঙালির অধিকাংশ নেতাই হয় লুম্পেন না হয় লুটেরা। কোন ভদ্রলোককে বাঙালি নেতা হিসাবে মানতেই পারে না। পুরুষ হলে সে ধর্ষণ করবে, সন্ত্রাস করবে, লুট করবে? নারী হলে সে প্রতারণা করবে। বাঙালির এই সভাব নতুন নয়। তারা শঙ্কর জাতি, তারা ঠিক জানে না তারা কোথায় থেকে এসেছে। আকস্মিক রবীন্দ্রনাথ ছাড়া তাদের কোন সাহিত্যিক নেই। যে যত বেশি বিদেশি সাহিত্য নকল করতে পারবে সে তত বড় লেখক। বঙ্গবন্ধু ছাড়া বাঙালির কোন নেতা নেই। যে যতবড় ধান্ধাবাজ সে ততবড় নেতা। বাঙালি লেখা পড়া বলতে বুঝে, নকল করে পাশ করতে হবে। অভিভাবকদের খুশি করার সহজ পথ, পরীক্ষার হলে ছাত্র ঢুকিয়ে অবাধ লিখতে দাও এবং শতভাগ পাশ করাও। সম্প্রতি একটি জরিপে ব্যাপক নারী নির্যাতনের তথ্য দেখে যারা অবাক হয়েছে তারা গর্ধভ এবং সমাজের সাথে সম্পর্কহীন। বাঙালি নির্যাতন করতে পছন্দ করে, তারা নির্যাতিত হতেও পছন্দ করে। তার কারো ছায়ার নীচে থাকতে পছন্দ করে। বাঙালি হয় ভারত নয় পাকিস্তানকে নিজ দেশের চেয়ে বেশি পছন্দ করে। আমেরিকাকে তারা তাদের অভিভাবক মনে করে। ইউরোপকে মনে করে তাদের বেঁচে থাকার উপায়। চীনকে নিয়ে তাদের উচ্ছাসের সীমা নেই। তারা তাদের অভিনেত্রীদের দেবী মনে করে। নেতাদের প্রভু মনে করে। চুরি-লুটপাটকে পেশা মনে করে। ঘুষ-দুর্নীতিকে চাকরি মনে করে। শিক্ষিত বাঙালি সবাই নিজেকে কবি মনে করে। তারা পদ রচনা করে অলস সময় কাটায়। বাঙালির সময় কাটে পরচর্চা করে। তারা পর্দায় এবং বাস্তবে পরচর্চা করতে পছন্দ করে। ভারতীয় বাংলা নাটক তারা এ কারণেই পছন্দ করে। বাঙালির পরনারীর প্রতি লোভ সীমাহীন, স্ত্রীর কাছে তারা দুর্বল কারণ অধিকাংশ বাঙালির পৌরষত্বই নেই। বাঙালি পছন্দ করে গালাগালি। তারা সততা এবং ন্যায়নীতিকে অত্যন্ত ঘৃণা করে। বাঙালি মনে করে শুধু দর্বদের ই সততা থাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.