![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
জিয়াই দেশের প্রথম রাষ্ট্রপতি বিএনপির দাবীটা যুক্তিসংগত নয়। তবে তাদের দাবীর একটি প্রেক্ষাপট রয়েছে। সম্ভবত তারা ২৬ মার্চ মেজর জিয়ার নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করে দেশের স্বাধীনতা ঘোষণাকে ধরে এসব বলছে। মেজর জিয়া নিজে প্রথমে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেও পরে তিনিই সংশোধন দেন। নিজেকে রাষ্ট্রপতি ঘোষণাটা গ্রহণযোগ্য হয়নি বলেই তিনি তা পাল্টেছেন। আর আওয়ামীলীগ ও তাদের সমর্থক বুদ্ধিজীবীরা আমাদের শেখাচ্ছে স্বাধীনতার পরবর্তী রাষ্ট্রপতিদের নাম ঠিকানা। মূলে কেউ যাচ্ছে না। দুদলই চূড়ান্তভাবেই আমজনতার সাথে প্রতারণা করছে। পাবলিককে সবাই বদল ভাবে। আচ্ছা জিয়া যদি মুক্তিযোদ্ধা না হয় তাহলে একাত্তরে দেশ স্বাধীন করল কারা? কাটিংমাস্টার লেখক মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, বঙ্গবন্ধুকে দেশের স্থপতি এটা সবাই মেনে নিলেই রাষ্ট্রের অগ্রগতি হবে। ওনি দেশের অগ্রগতির সিঁড়ি চিনে ফেলেছেন। ওনি কি এখনো একুশে ও বাংলা একাডেমি পুরষ্কার পাননি? পেয়ে যাবেন।
অবশ্যই বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি। তাঁর যোগ্য নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তিনি বাঙ্গালী জাতিকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছেন। তার আহবানেই মেজর জিয়ারা সরাসরি যুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছেন। এখন যারা নির্ভেজাল দালাল ও লম্পট তারা বিভাজন তৈরি করছে। বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমেদ, জিয়া, সফিউল্লাহ, খালেদ মোশারফ, কাদের সিদ্দিকীসহ দেশের অধিকাংশ মানুষের সহযোগিতায় দেশ স্বাধীন হয়েছে। আজ কতিপয় প্রতারক স্বাধীনতার ব্যবসায় নেমেছে। সবায় জানে প্রকৃত মুক্তিযোদ্ধ ৭২ হাজার। কিকরে তিন লক্ষ হয়ে গেল। এই ভুয়াদের বেতন ভাতা আমার টেক্সের টাকায় হচ্ছে, জনগণের শ্রমে হচ্ছে। একাত্তরে কতজন শহীদ হল তাদের তালিকা কেউ করতে চায় না। এতে লাভ নাই। একজন ভুয়া মুক্তিযোদ্ধা বানাতে পারলেই পকেটে টাকা আসে। শহীদদের নামের তালিকা কেউ করবে না। অন্য কারণও আছে। আমরা মুখে বলেছি ৩০ লক্ষ এটাকেই সত্য বানাতে হবে। তালিকা করলে যদি এটা না হয়। এই না হলে বাঙ্গালি।
©somewhere in net ltd.