নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রথমে জমি নিয়েছিল, এবার করিয়ে দিল ভ্যাসেকটমি!

১০ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৯

প্রতারকরা প্রথমে ওর জমি জালিয়াতি করে নিয়েছিল। এবার করিয়ে দিল ভ্যাসেকটমি। ওর নাম বাবুল, বয়স ৪০, অবিবাহিত ও মানসিকভাবে অসুস্থ। গ্রাম: মান্দ্রা, ডাকঘর: ভাগ্যকুল, উপজেলা: শ্রীনগর, জেলা: মুন্সীগঞ্জ। আমি শৈশব থেকেই চিনি। মানসিক ভারসাম্যহীন। মা-বাবা নেই অনেকদিন। অতি কষ্টে, অতি মানবেতর জীবন যাপন করে। জনৈক প্রতারক ওর বোনকে বিয়ে করার কথা বলে, গোপনে ভাই-বোনের কাছ থেকে জমি লিখে নেয়। জমি বলতে ছিল ওটুকুই- বসতবাড়ি। সেই জমির মালিক এখন এক প্রতারক রাজনৈতিক নেতা। আজ কতিপয় প্রতারক ওকে ধরে নিয়ে যায় ভাগ্যকুল উপস্বাস্থ্য কেন্দ্রে। এতে কিছু টাকা ৭/৮শ ও একটি লুঙ্গি পাবে ও আর টার্গেট পুরণ হবে- স্বাস্থ্য কর্মকর্তার।

এইতো বাঙ্গালির মানবতা!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

পংবাড়ী বলেছেন: ব্লগে লিখেছেন ভালো, কিন্টু নীরবে ব্যবস্হা নিন সেই রাজনৈতিক প্রতারকের বিরু্দ্ধে

২| ১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

পংবাড়ী বলেছেন: ব্লগে লিখেছেন ভালো, কিন্টু নীরবে ব্যবস্হা নিন সেই রাজনৈতিক প্রতারকের বিরু্দ্ধে

৩| ১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

পংবাড়ী বলেছেন: ব্লগে লিখেছেন ভালো, কিন্টু নীরবে ব্যবস্হা নিন সেই রাজনৈতিক প্রতারকের বিরু্দ্ধে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.