![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
ব্যারোফোর্ড প্রাইমারি স্কুল, ইংল্যান্ড এর প্রধান শিক্ষক তার শিক্ষার্থীদের কাছে পরীক্ষার মার্কসশীটের সাথে একটি চিঠিও পাঠিয়েছেন। চিঠিটা খুব আলোচিত হচ্ছে বিশ্বজুড়ে। আমরাও কি এভাবে ভাবতে পারি...
প্রিয় চার্লি ওয়েন,
আনন্দের সঙ্গে আমি তোমার পরীক্ষার ফলাফল পাঠাচ্ছি। তোমাকে নিয়ে আমরা অত্যন্ত গর্বিত। এই কৌশলী সপ্তাহে তুমি তেমার প্রতিশ্রুতি রক্ষার জন্য অনেক পরিশ্রম করেছো। কিন্তু আমরা এও জানি, এই পরীক্ষাগুলো তোমাদের বিশেষত্ব বা এককত্বকে কখনো সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না। এগুলো যারা তৈরি করেছে এবং মূল্যায়ন করে তোমাকে নাম্বর দিয়েছে, তারা তোমাদের চেনে ন, যেমনটি তোমাদের শিক্ষকেরা তোমাদের শিক্ষকেরা চেনেন বা তোমাদের পরিবার জানে। তারা জানে না যে তোমাদের মধ্যে অনেকেই দুটো ভাষা জানো। তুমি যে একটা বাদ্যযন্ত্র বাজাতে পারো, পারিবারিক অনুষ্ঠাানে গান গাও কিংবা চমৎকার ছবি আঁকতে পারো, তার খবর তারা রাখেই না। তারা তো জানে না, তোমার হাসি কেমন করে একটি দিনকে রাঙিয়ে তুলতে পারে, খেলার মাঠে তোমার বন্ধুরা তোমার জন্য কেন অপেক্ষার প্রহর গোনে। তোমার কবিতা, গান লেখার খবর যেমন তারা রাখে না, তেমনি স্কুল ছুটির পর তুমি যে তোমার ছোট ভাই বা বোনকে পরম মমতায় আগলে রাখো, সেটাও কিন্তু তারা জানে না। ভবিষ্যৎ নিয়ে তোমার ভাবনা পৃথিবীর সুন্দর সুন্দর দেশ ঘুরে বেড়ানোর তোমার অভিজ্ঞতা- এগুলোও কী তারা জানে? জানে না। তুমি যে চমৎকার গল্প করতে পারো, নিকটজনের সঙ্গে সময় কাটাতে ভালোবাসো- এগুলোর খবরও তারা পরোয়া করে না। কাজে তারা জানে না যে তুমি একজন বিশ্বস্ত, চিন্তাশীল এবং প্রতিদিনই তুমি ক্রমাগত ভালো করার চেষ্টা করছো। পরীক্ষার নম্বরগুলো তোমাকে কিছু বিষয় জানাবে বটে, তবে তা কখনো সবকিছু নয়। কাজেই তোমার পরীক্ষার ফলাফল নিয়ে গর্ব করো, সেটিকে উপভোগ করো। কিন্তু মনে রাখবে জীবনে চৌকস হওয়ার অনেক উপায় আছে।
ইতি
প্রধান শিক্ষক
©somewhere in net ltd.