নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

একটি কবিতা

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৫

যার ঠোঁটে চুমু খাওয়ার কেউ থাকে না

মুজিব রহমান

(উৎসর্গ: শেখ হাসিনা ও খালেদা জিয়া)



যার ঠোঁটে চুমু খাওয়ার কেউ থাকে না, সে জানে না

বাতাসের দোলায় কেন বিপুল শিহরিত হয় ধানেরশীষ

কতোটা সুখে গতিবান হয় পালতোলা নৌকা

কোকিলের কাতরতা কেবলই উল্লাসের আহবান

ফুলের মেলে ধরা মানে কেবলই এক উষ্ণ চুমুর প্রতীক্ষা।



যে মেয়েটা এখানো কিশোরী- সে ভালোবাসে চুমুর জন্য

যে মেয়েটা হয়ে উঠেছে যুবতী- তার ঠোঁটের কাঁপনও ভালোবাসার জন্য

আর পরিণত একজন নারী- চুমুহীন কাটাবে না একটি দিনও

পৌঢ়াদের চুমুহীন থাকা মানে মৃত্যুর মধ্যে থাকা।

আমৃত্যু পাখিরা জুটিবদ্ধ থাকে- ঠোঁটে ঠোঁট রাখার জন্য

একজোড়া চঞ্চল শালিক কিংবা একজোড়া স্থির পায়রা

তারা একটি বারও ভাবে না চুমুহীন থাকার কথা।

যার ঠোঁটে ঠোঁট রাখার কেউ থাকে না

সে হারিয়ে ফেলে ভালোবাসা, মানবিক গুণাবলী আর মধুর কণ্ঠস্বর

আস্তে আস্তে সে খুনী হয়ে উঠে নির্মমভাবে

ভালোবাসাহীন, চুমুহীন একটি দিনও যেন কারো না আসে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ভালোবাসাহীন, চুমুহীন একটি দিনও যেন কারো না আসে। ধন্যবাদ আপনার সুন্দর কবিতার জন্য।

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫১

মুজিব রহমান বলেছেন: উৎসাহ দেয়ার জন্য আপনাকেও ধন্যবাদ

২| ২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১২

আসাদ ইসলাম নয়ন বলেছেন: সুন্দর ।

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৩

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.