নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্র যখন শরশয্যায়

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৬

মুজিব রহমান

আমার জীবন ধারণের অধিকারকে বিসর্জন দিচ্ছি
যদি রাষ্ট্র বন্ধ করে দেয় পায়রাদের ওড়ার বাতাস
আমি বিস্মিত হবো না।
ভীষ্মের মতো আমার রাষ্ট্রও শুয়ে পড়েছে শরশয্যায়
কিছুতেই স্পর্শ করতে পারছে না গণতান্ত্রিক কোমলতা
ভাবছে স্বর্গের কথা, এবেলা মৃত্যুর সময় নয়
আমি নিশ্চয়তা দিচ্ছি আগামীকালও ক্ষমতাসীন সকলে
ওড়াবে মিথ্যার আগুনে ফানুস।
অনেকেই জানে না আমার মায়ের নাম পদ্মা
তার কোলে মাথা রেখে এখনো জেগে থাকি
সেজন্যই আমার বুকের ভিতর আছড়ে পড়ে ক্রোধান্ধ ঢেউ
পরিরা আর ফড়িং হয়ে ওড়ে না
কারণ শেষ ফড়িংটিও নির্মমভাবে নিহত হয়েছে
অক্ষম পাথরেরাতো আর সততা-সক্ষমতার কথা বলবে না,
এজন্য প্রয়োজন নিরবিচ্ছি গণতন্ত্র
ফড়িং এর খুনিরা উল্লাস করছে
তারা সক্ষম হয়েছে গণতন্ত্রকেও খুন করতে
কুরুক্ষেত্রে কৌরব-পা-বদের যুদ্ধেতো নির্ধারিত ছিল ফলাফল
আমাদেরতো একটা নৈতিক দায়িত্ব রয়েছে- ফড়িংদের বাঁচানোর।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৭

আহমেদ জী এস বলেছেন: মুজিব রহমান ,



" ভীষ্মের মতো আমার রাষ্ট্রও শুয়ে পড়েছে শরশয্যায়...." অদ্ভুত জোরালো ভাষায় সুন্দর লিখেছেন অতি বাস্তব কিছু কথা।

" আমাদেরতো একটা নৈতিক দায়িত্ব রয়েছে- ফড়িংদের বাঁচানোর।" এই আকুতি যেন হয়ে ওঠে আমাদের নিত্যদিনের ।

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১১

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ।

২| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৫

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++ ভালো লাগলো খুব ।


শুভেচ্ছা অনেক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.