নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

কবিতা: অযাচিত অপ্রত্যাশিত

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৩

অযাচিত অপ্রত্যাশিত
মুজিব রহমান

তোমার অপেক্ষায় আছি কতকাল
নিবিড় কান পেতে
তোমার পায়ের নূপুরের ধ্বনী শোনবো ...
অযথাই বুটের তীব্র কর্কষ শব্দ আসে
অশ্লীল আক্রোশে
তোমার জন্য সাজিয়ে রাখা স্বপ্নের বাসর
পদদলিত হয় অসভ্য নিষ্ঠুরতায়।

আমি জেগে জেগে স্বপ্ন দেখি সারাক্ষণ
কখন পরবে দরজায় মৃদু টোকা
দরজা খুললেই পেয়ে যাবো স্বপ্নমাখা জোৎস্না ...
অথচ কত অপ্রত্যাশিত
শান্তির জলপাই রঙ আসে
তুমুল গুলিবর্ষণ করতে করতে
নিমিষেই আগুনের লেলিহানে তছনছ করে
আমার স্বপ্নের ভূবন।

আমাদের ভালবাসাময় সম্ভাব্য সময় আসার
মুহুর্তগুলোর তীব্র প্রতিক্ষার অবসান হবে
বুকের গহীনের তীব্র তৃষ্ণা মিটবে
তোমার চোখের গভীরে চোখ রেখে ...
অযাচিত অপ্রতাশিত জলপাই রঙ
নিকষ কালো অন্ধকারে ঢেকে দেয়
সব ভালবাসা, সব স্বপ্ন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.