![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
তোমার উষ্ণতা আমাকে বাঁচিয়ে †রখেছে
কেন তাকে বরফের হাতে তুলে দাও?
আমার সমস্ত ইচ্ছা ডানা মেলে তোমার আকাশে
গেলাপের সখ্যতা নিয়ে চুপিচুপি প্রিয়তামা তুমি
সাজিয়ে দিয়েছো আমার হৃদয়, আমার সময়
সযত্নে বুকের সিন্দুকে আগলে রাখা
তোমার স্মরণযোগ্য যেকোন স্বর্ণালী মুহুর্ত
আজ তীব্র নীল বিষে জর্জরিত, অবিনাশী স্মৃতি।
সুনীলের মতো এখনো পার হয়নি তেত্রিশ
কোন অহংকার নয়, অভিলাষ নয়
আসলে এখনো আসেনি সময় হিসাবের
বরং এই ভাল, অবিনাশী স্মৃতি হয়ে আছো
যাচ্ছে আমার স্বর্ণালী সময় অবহেলায় যাক
আমি জানি জোয়ারে সাগর উদ্বেলিত হলে
নদীর জল ফুলে ফেঁপে উঠবেই
শুরু হবে ক্ষণিকের তরে তোমার ফিরে আসা।
©somewhere in net ltd.