নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

কবিতা: অবিনাশী স্মৃতি

১৫ ই জুন, ২০১৫ বিকাল ৪:২৩

তোমার উষ্ণতা আমাকে বাঁচিয়ে †রখেছে
কেন তাকে বরফের হাতে তুলে দাও?
আমার সমস্ত ইচ্ছা ডানা মেলে তোমার আকাশে
গেলাপের সখ্যতা নিয়ে চুপিচুপি প্রিয়তামা তুমি
সাজিয়ে দিয়েছো আমার হৃদয়, আমার সময়
সযত্নে বুকের সিন্দুকে আগলে রাখা
তোমার স্মরণযোগ্য যেকোন স্বর্ণালী মুহুর্ত
আজ তীব্র নীল বিষে জর্জরিত, অবিনাশী স্মৃতি।

সুনীলের মতো এখনো পার হয়নি তেত্রিশ
কোন অহংকার নয়, অভিলাষ নয়
আসলে এখনো আসেনি সময় হিসাবের
বরং এই ভাল, অবিনাশী স্মৃতি হয়ে আছো
যাচ্ছে আমার স্বর্ণালী সময় অবহেলায় যাক
আমি জানি জোয়ারে সাগর উদ্বেলিত হলে
নদীর জল ফুলে ফেঁপে উঠবেই
শুরু হবে ক্ষণিকের তরে তোমার ফিরে আসা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.