![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
না পদোন্ন্ তি না পদ
আসছি না যে যতই ডাকুক...
আমি পড়ে থাকবোই নিভৃতে
শুনছি কাছে ডাকছে ডাহুক।
এই ঘনঘোর লাগা বর্ষায়
নিস্তেজ চোখ খোলা কদম
জানালা খোলে চেয়ে দেখি
ফিরে আসছে হারানো দম।
ঝড়ো বৃষ্টিতে পাতার আনন্দ্
অবিরাম ধারায় মাঠগুলো নদী
এই যে ভেসে আসে জলের ঘ্রাণ
কোথায় পেতাম, না আসতাম যদি।
আকাশ ফুটো হলে যেভাবে
নদী উঠে যায় আকাশে
তখন আকাশই মনের আবাস
জীবনের ঘুড়ি ফিরে আসে।
তখন দৃষ্টিতেই উড়াল দেই
ব্যাকুল মন শিক্ত আনচান
বৃষ্টিতে শহর ডুবে গেলে
গ্রামেই ফিরে পাই প্রাণ।
বৃষ্টির গান, সকাল সন্ধা
বৃষ্টির গান রাত্রী ভোরে।
মেঘের ডাক, পাখির ডাক
ফিরবো না ঐ শহরে।
©somewhere in net ltd.