![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
আজ ১০ নভেম্বর। ১৯৮৭ সালে মাত্র নটরডেম কলেজে ভর্তি হয়েছি। যে মেছে থাকি সেখানে কয়েকজন সিনিয়র ছাত্র ছিলেন যারা ছাত্র ইউনিয়ন করতেন। তাদের কারণেই জড়িয়ে পড়ি এরশাদবিরোধী আন্দোলনে। ১০ নভেম্বরের কথা খুব মনে পড়ে। আমরা পিকেটিং করছিলাম বাংলাবাজার চৌরাস্তায়। হঠাৎই শুনলাম জিরোপয়েন্টে গুলি হয়ে বহু লোক মারা গেছেন। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশের ভ্যান আমাদের কাছে চলে আসলো। তারা নেমেই আমাদের ধাওয়া করলো। প্রতিদিনই মিছিল হতো। দোকানদারগণও হরতালের সমর্থনে করা মিছিল দেখে হাততালি দিতো। অথচ পরদিনই তাদের দোকান বন্ধ থাকবে। এদিনই জিরোপয়েন্টে শহীদ হয়েছিলেন নূর হোসেন। তিনি যুবলীগ করতেন। আজ ভাবি ওদিন মিছিল করতে গিয়ে আমিও গুলিবিদ্ধ হতে পারতাম, মারাও যেতে পারতাম। কত অর্থহীন হতো সেই মৃত্যু। আমাদের গণতন্ত্রের জন্য প্রতিটি সংগ্রামই কী বিপুল ব্যর্থতায় পর্যবসিত হল। নূর হোসেনের মৃত্যুর কী কোন সফলতা বাংলাদেশ পয়েছে?
২| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮
চলন বিল বলেছেন: এটাই রাজনীতি, আপনার ইমোশন নিয়ে খেলা করবে, বুঝতেও পারবেন না।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪
আমি আবুলের বাপ বলেছেন: হায় শহীদ নূর হোসেন,তোমার দুর্ভাগ্য, বিএনপি জোটে জাতীয় পার্টি নাই!!!