![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
মৌলবাদী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে একটি পার্থক্য রয়েছে। এই পার্থক্যের সীমারেখাটা চিহ্নিত করা মুশকিল। ধর্মপ্রাণ মানুষ বিভিন্নভাবে ধর্মীয় আঘাত পেয়ে উগ্রপন্থী হয়ে উঠতে পারেন। তাই এই সীমারেখাটা স্থির থাকে না। ভারতে উগ্রহিন্দু মৌলবাদের কারণেই গরু-খাওয়ার অভিযোগে দুজনকে হত্যা করা হল। প্রগতিশীল বলে কয়েকজনকে অপদস্ত করা হল। বাংলাদেশে যে প্রগতিশীল ব্লগারদের-প্রকাশকদের হত্যা করা হচ্ছে উগ্রমুসলিম মৌলবাদের কারণেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ধর্মপ্রাণ বলেই শুনি কিন্তু তিনি কোনভাবেই মৌলবাদী নন। এই যে ফ্রান্সের রাজধানী প্যারিশে ভয়াবহ হামলা হল, ধারণা করা হচ্ছে সেটাও উগ্রবাদীদেরই হামলা। খৃস্টান ও ইহুদী মৌলবাদও ভয়ংকর। অধিকাংশ মৌলবাদীই তীব্র প্রতিক্রিয়াশীল। তারা সমালোচনা সহ্য করতে পারে না। বুঝার ভুলে অনেকে মৌলবাদ শব্দটা নিয়ে গর্ববোধও করেন। মৌলবাদ নিয়ে আমাদের সাহিত্যে কবিতা তেমন চোখে পড়েনি। আমি নিজে অবশ্য অনেকগুলো কবিতা লিখেছি। একটি কবিতার নাম ‘মৌলবাদীদের জীবনাচার’। এটি ‘মায়াবী ডানা’ কাব্যগ্রনে' প্রকাশিত হয়েছে। একজন মুসলমান হিসাবে মুসলিম মৌলবাদ নিয়েই কবিতাটি লেখা হয়েছে।
মানুষতো মানবিক মৌলবাদীরা আরণ্যক
ধর্মকে পুঁজি করে, ধার্মিকের বেশ ধরে অতিশয় প্রতারক
কোরানে আস্থা কম রাস্তা দেখায় নিজের লেখা হাদিসে
তারপরও ভোল পাল্টায় পরে বেকায়দায় যদি সে।
মানুষতো জ্ঞান পিপাসু মৌলবাদীরা নির্বোধ
জ্ঞানীর ভাব ধরে, জ্ঞানার্জনের পথ করে অবরোধ
জ্ঞানকেই যত ভয়, জ্ঞান হয় হাওয়ার নিষিদ্ধ গন্ধম
তারপরেও জ্ঞানের সুফল করছে কবুল হরদম।
মানুষতো অনুসন্ধিৎসু মৌলবাদীরা কূপমুণ্ডুক
কূয়াকে জগৎ ধরে রাখছে ভরে সব বুজরুক
বিজ্ঞানের যত বর্ণিল তত্ত্ব জটিল সব ফর্মুলা-
কূয়াতেই আবিস্কার যদিও দাবিদার খোয়া গেছে সবগুলা।
মানুষতো বুঝে ভালবাসা মৌলবাদীরা বুঝে যৌনতা
নারীতো ঘরের পণ্য, অবগুণ্ঠিত করে সাজালে ঘরে মৌনতা
চার বউ এর সুন্নত চায়, ফরজ পড়ে রয় বাকীর খাতায়
দেখা গেলে নারীর মুখ, ভেস্ত দোজখ এক হয়ে যায়।
মানুষতো শান্তিকামী মৌলবাদীরা বুঝে বোমার ভাষা
বাঁচলে শহীদ মরলে গাজী, জীবন বাজী এক ভরসা
এক খুনেতে গুনাহ মাফ, দশ খুনেতে স্বর্গে লাফ
এ ধারণায় করতে চায় মর্ত হতে মালাউন সাফ।
মানুষতো মননশীল, মৌলবাদীরা যুক্তিহীন-
মুক্তচিন্তা দুষ্টু চিন্তা, বিশ্বাসকে করছে মলিন
মনের জানালা রুদ্ধ করে, বগলদাবা করে অন্ধকার
একই চিন্তা একই ভাবনা বন্ধ করবে দ্বন্দ্ব সবার।
মানুষতো সৃজনশীল, মৌলবাদীরা সৃষ্টিনাশা
মগজ রেখে চরণ তলে চুক্ষু দেখে নির্দেশ আসা
নেতার নির্দেশ ফরজ সম, খতম করার চোখ ইশারায়
মুরতাদ নাস্তিকটার, কল্লা কাটার জোশ এসে যায়।
মানুষতো সভ্য হয়, মৌলবাদীরা হচ্ছে আদিম
চিন্তা চেতনায় বৃত্ত বন্দি, বৃত্তের বেড়ায় আলহীন লাটিম
ওদের বিজ্ঞান হয়েছে বিশ্বাস আর কলায় রয়েছে কাম
জীবন মানে শুভর সনে যুদ্ধ আর নারী সংগের আরাম।
মানুষতো কর্মমূখী, মৌলবাদীরা কর্মবিমূখ
কর্মতে কষ্ট অতি, কমলে কর্মের গতি বাড়ে সুখ
কর্মে ছোয়াব নাই, ইহুদী নাসারারাই কর্মে আসে
কর্মে যৌবন ক্ষয়, তাগদ লয়, নেকীর কর্ম সহবাসে।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
মুজিব রহমান বলেছেন: এটা আপনার স্বাধীনতা। আমার সাথে ভিন্নমত আপনার থাকতেই পারে। আমার ভিন্নমতটাও সহ্য করবেন আশা করি।
২| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
গেম চেঞ্জার বলেছেন: মৌলবাদী'র ডেফিনেশনটা বললেন না?
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০
ভীন গ্রহের পরবাসী বলেছেন: মৌলবাদ যদি হয় ইসলামের মূল বিশ্বাসকে আকড়ে ধরে তা মেনে চলা তাহলে আমিই মৌলবাদী হোক তা তোমার নিতীর বিরোধী...।নিয়ম হীন সৃজনশীলতা মানুসকে ভালো কিছু উপহার দিতে পারে না.।