![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
শেয়ালদের একসাথে হুক্কাহুয়া, কাকদের অবিরাম একইস্বরে কাকা
অথচ আমার চোখ, মাংস হাড় রয়েছে অন্ধকার কবরে রাখা
সোনালী ঈগলের কাছে ইঁদুরদের বাঁচার আকুতি অর্থহীন, বৃথা
জ্ঞান আর বিনয়ের প্রাচুর্য এখন দিচ্ছেনা বাঁচার নিশ্চয়তা
বিস্তৃর্ণ দাবানলের বিশুদ্ধ তাপ সহ্য করার অক্ষমতার দায়
মাথায় নিয়ে, ফোটা ফোটা রক্ত ঝরাচ্ছি হৃদপিণ্ড থেকে সর্বদায়
সততা ছাড়া কিছুই অর্জন করতে পারিনি, ব্যর্থতা নাই এরচেয়ে
প্রিয় মুখ, প্রিয় ফুল-পাতা-পাখি-নদী অশ্রু হয়ে নেমে যায় গণ্ড বেয়ে
অভিযুক্ত হই অকারণ কান্নায়, এতবড় কলঙ্ক পুরুষের শোভা নয়
যারা মনে লোভ পোষে, চোখে রাখে আগুণ এখন দেখি তাদেরই জয়।
28/03/2016
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫১
ফাহিম আবু বলেছেন: হুম !