নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

নববর্ষে কি খুব বেশি কিছু চাইলাম?

১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৯

নতুন স্বপ্নের জাল বুনি, নববর্ষে আশার দিনগুণি
১। বিশ্বের বিপজ্জনক শহরের মধ্যে ঢাকা সপ্তম। ঢাকার বাতাস পৃথিবীর মধ্যে দ্বিতীয় খারাপ।বসবাসের অযোগ্য শহর হিসাবে বিশ্বে ৪র্থ স্থান।ভয়াবহ ক্ষতিকর সালফার ডাই-অক্সাইড বা কার্বন মনো-অক্সাইড নির্গমনেও ঢাকা বিশ্বের দ্বিতীয় শীর্ষে।
নববর্ষে চাওয়া: রাজধানী যেন পৃথিবীর একশটি বাসযোগ্য শহরের মধ্যে থাকে।
২। সরকারী ক্ষমতার অপব্যবহারে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে
নববর্ষে চাওয়া: সরকারী ক্ষমতা অবব্যবহারে বাংলাদেশ যেন দক্ষিণ এশিয়ায় অন্তত তৃতীয় হয়।
৩। বাল্যবিবাহে বাংলাদেশ বিশ্বে চতুর্থ। পৃথিবীতে বাল্যবিবাহ কমলেও বেড়েছে বাংলাদেশে।
নববর্ষে চাওয়া: বাল্যবিবাহে বাংলাদেশ যেন শীর্ষ ২০টি দেশের মধ্যে না থাকে।
৪। বিদেশে অর্থ পাচারে এশিয়ার মধ্যে শীর্ষে
নববর্ষে চাওয়া: দেশ থেকে অর্থ পাচার আগামী এক বছরের মধ্যে যেন অর্ধেকে নেমে আসে। পাচার হওয়া অন্তত ১০ ভাগ অর্থ যেন দেশে ফিরত আনা যায়।
৫। পরিবেশ সুরক্ষয় ১৮০টি দেশের মধ্যে আমাদের অবস্থান ১৭৯
নববর্ষে চাওয়া: আমরা যেন সুরক্ষিত একশটি দেশের মধ্যে থাকি।
৬। আইনের শাসনে আমরা ১১৩ টি দেশের মধ্যে ১০২ তম
নববর্ষে চাওয়া: আইনের শাসনে আমরা যেন অন্তত শীর্ষ ৫০টি দেশের মধ্যে থাকি।
৭। যৌন সহিংসতায় ঢাকা বিশ্বে ৪র্থ। দেশে গত ৪ বছরে ১৭ হাজার নারী ও শিশু ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে।গত এক যুগে ধর্ষিতা নারীর ৯৭ ভাগই কোন বিচার পায়নি।
নববর্ষে চাওয়া: যৌন সহিংসতায় শীর্ষ ৫০টি রাষ্ট্রের বাইরে থাকতে চাই।
৮। সবচেয়ে কম মজুরী প্রদানে এশিয়ার মধ্যে শীর্ষে। গ্রার্মেন্টস রপ্তানি দেশগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশে পৃথিবীতে শীর্ষে।গত দশ বছরে কর্মক্ষেত্রে ৭০০০ শ্রমিক ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করেছে।আহত হয়েছে প্রায় দ্বিগুণ।
নববর্ষে চাওয়া: শ্রমিকদের ন্যূনতম মজুরী যেন মাসে অন্তত ১২ হাজার টাকা হয়।কর্মপরিবেশ যেনো অন্তত বিশভাগ উন্নতি হয়।
৯। খেলাপী ঋণে উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষে। দেশে গত নয় বছরে খেলাপি ঋণ হয়েছে তিনগুণ।
নববর্ষে চাওয়া: যারা জেনে শুনে অর্থের বিনিময়ে ঋণগুলো দিয়েছে তাদের এবং প্রতারণা করে যোগসাজসে যারা ঋণগুলো নিয়েছে তাদের গ্রেপ্তার দেখতে চাই।
১০। সবচেয়ে খারাপ রাস্তার তালিকায় এশিয়ার মধ্যে দ্বিতীয় শীর্ষে শুধু নেপালের আগে।
নববর্ষে চাওয়া: শীর্ষ ১০টি দেশের বাইরে যেতে চাই।
১১। গত ছয় বছরে দেশের সবচেয়ে ধনী ৫ শতাংশ মানুষের আয় বেড়েছে ৩২ হাজার কোটি টাকা আর সবচেয়ে গরিব ৫ শতাংশ মানুষের আয় কমেছে গড়ে ১০৫৮ টাকা করে।
নববর্ষে চাওয়া: সবচেয়ে গরিব ৫ শতাংশ মানুষের গড় আয় যেন আগের বছরের চেয়ে অন্তত মাসে ১০০ টাকা হলেও বৃদ্ধি পায়।
১২।ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রীদের ৪১ শতাংশেই দশম শ্রেণির আগেই ঝরে যায়।
নববর্ষে চাওয়া: এই সংখ্যাটা যেন এ বছরেই ৪০ শতাংশের নিচে নেমে আসে।
১৩। দেশের ৩৬ ভাগ শিশু খর্বকায়, ৫১ শতাংশ শিশু অ্যানিমিয়ায় ভুগছে। মারাত্মকভাবে বাড়ছে অটিস্টিক শিশুর সংখ্যা। শিশুরা মারাত্মক অপুষ্টির শিকার।
১৪। নববর্ষে চাওয়া: দরিদ্র শিশুদের জন্য মেগা কোন প্রকল্প দেখতে চাই আগামী বছর। শিশুরা যাতে সবল হয়ে উঠতে পারে। এজন্য গ্রামের স্কুলগুলোতে পুষ্টিকর খাবার পরিবেশন করার উদ্যোগ দেখতে চাই।

কৃতজ্ঞতা: মাহা মির্জা ও প্রথম আলো

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: ভাই আপনি কি বলছেন???

আওয়ামীলীগ যে বলছে 'দেশ উন্নয়নের মহাসড়কে'।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭

মুজিব রহমান বলেছেন: এগুলোতো বিভিন্ন বিখ্যাত প্রতিষ্ঠানের গবেষণার ফসল।

২| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৬

করুণাধারা বলেছেন: কি চমৎকার তথ্যবহুল পোষ্টের জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। সেভ করে রাখলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.