![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
একজন পতিতা নিয়ে সারারাত ফূর্তি করে
সকালেই কবিতা নকলে মেতে উঠেছে পাঁচ কবি
পাঁচজন ঔপন্যাসিক একজন অত্যাধুনিক ভক্তকে
ফুসলিয়ে সম্ভোগ করে ফেলে এসেছে পাঁচতারার স্যুটে
কয়েক বছর লিভটুগেদার করা এক উঠতি নায়িকার
সদ্যভূমিষ্ঠ কন্যা চিৎকার করে উঠেছে ডাস্টবিনে
তার পিতা উঠতি সিনে নির্মাতা একই সময়ে
পাণিগ্রহণ করেছে এক ভূমি দস্যুর কন্যার
বউভাতে অংশ নিয়েছে সাত মন্ত্রী, আট সচিব
পূর্ত, অর্থ ও রাজউকের আমলা আর শত সংস্কৃতিবান।
এই শহর ঐতিহ্য বলতে বুঝে
কে কত বড় সন্ত্রাসী, ভূমিদস্যু আর দুর্নীতিবাজ ছিল
এই শহর ইতিহাস বলতে বুঝে
এখন যে দল ক্ষমতায়, তাদের বানানো গুণকীর্তন
এই শহর জননিরাপত্তা বলতে বুঝে
নির্মমভাবে পদদলিত করতে হবে গরীবদের
এই শহর মানবাধিকার বলতে বুঝে
ধনীদের সব অপরাধ করার ক্ষমতা রয়েছে
এই শহর সবার জন্য শিক্ষা বলতে বুঝে
এটা একটা বাণিজ্য, শুধু অর্থ দিয়ে কিনতে হয়।
এই শহর জিকির করে ফাঁসি চাই ফাঁসি চাই
এই শহর নিতম্ব দুলিয়ে বলে আমি স্বাধীনতা পেয়েছি
এই শহর রিজার্ভ করেছে কৃষক-শ্রমিকের রক্ত
এই শহর ধর্ষণ করে গার্মেন্টস কন্যাদের
এই শহর পিঠে ছেকা দেয় গৃহকর্মীর
এই শহর নাটকের নটিদের পুজো করে
এই শহর প্রতারক অসভ্যদের স্যালুট দেয়
এই শহর শ্রেষ্ঠ মানুষ বলতে বুঝে শসস্ত্রবাহিনীকে
এই শহর গর্ভবতী হয় ক্ষমতাবানদের দ্বারা
এই শহর উল্লসিত হয় নষ্টদের আশ্রয় দিয়ে।
এই সকালে একজন মন্ত্রী হাপিস করেছে দশটি সেতু
এই সকালে একজন সচিব পাচার করেছে শতকোটি টাকা
এই সকালে একজন ছাত্রনেতা হাতিয়ে নিয়েছে পাঁচটি টেন্ডার
এই সকালে পুলিশের গুলিতে মরেছে আন্দোলনকারী
এই সকালে আন্দোলনকারীদের বিরুদ্ধে হয়েছে মিথ্যা মামলা
এই সকালে বড়মন্ত্রী ও বিরোধী নেতা দিয়েছেন মিথ্যা ভাষণ
এই সকালে সব পত্রিকায় ছাপা হয়েছে মিথ্যা সংবাদ
এই সকালে অস্ত্র কিনতে বরাদ্দ হয়েছে এক হাজার কোটি টাকা
এই সকালে সচিবালয়ে হাজির হয়েছে এক হাজার তদবীরকারী
এই সকালে হোটেল থেকে রাজপথে নেমেছে এক হাজার নিশিকন্যা।
এই শহর আমার নয়, নষ্টদের; এ নষ্ট শহর মানুষের নয়।
২| ১১ ই মে, ২০১৮ রাত ৮:২১
কানিজ রিনা বলেছেন: যাহা বলিয়াছেন সত্য বলিয়াছেন সত্য বৈ
একটাও মিথ্যে নয়। এশহর নৈব্য রাজাকারের
শহর এশহর ধর্ষকদের শহর। এশহর দূর্নীতির
কবলে আক্রান্ত সাধারনরা এশহরে বাস
অনুপযোগী। ধন্যবাদ।
৩| ১২ ই মে, ২০১৮ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: শুধু শহর নষ্ট না। শহরের মানুষ আরও বেশি নষ্ট হয়ে গেছে।
৪| ১৩ ই মে, ২০১৮ রাত ১:১৭
বরুন মালাকার বলেছেন: এ শহর BAL এবং ছা'লীগের, মানূষের নয় বোধ হয়।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৮ রাত ৮:০৫
সৈয়দ মোহাম্মাদ ওয়াহীদ হাসান বলেছেন: অসাধারন।