![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
আড়িয়ল বিলের ভূমিপুত্র আমি, আমাকে তুমি ভয় দেখাও
দুহাতে ট্রা্ক্টর ঠেলে ফসল তুলি, আমাকে তুমি জয় শেখাও
দুপুরে পাতার চোখে ঘুমিয়ে নিয়ে, জয় করেছি ক্লান্তির রেখাও
দিঘির মতো বৃষ্টির মাঝে ভয় নয়, পেয়ে যাই শ্রান্তির দেখাও।
এই ভরা বর্ষায় আমার জল আছে, তুমি আজলায় জল নাও
লাউয়ের লকলকে ডগার মতো বল আছে, তুমি বল নাও
দেখো মুঠোভর্তি বারুদ আছে, চোখ ভর্তি আছে আগুন
এই ভর ভর্ষায় শুধু শ্রাবণ নয়, আমার বুকে থাকে ফাগুন।
তোমরা রাজধানী থেকে এসেছো, তোমাদের চোখে ঘৃণা
তোমরা মহানগর থেকে এসেছো, তোমাদের হাতে বীণা
দেখো আমার বুকে আছে রক্ত, নির্ঘুম থাকে সারা বিল
আমরা মনের দরোজা খোলাই রাখি, ঘরেও দেই না খিল।
আমার পাতার বাঁশি, দেখো বৃষ্টির ভেতরে বৃষ্টি নামায়
আমার বর্ষার জল, অবিরাম ঝরে, আছে কেউ থামায়?
আমাদের স্বপ্ন নাচে এই বিলের শিং, কই, শোল, বোয়ালে
আবার বর্ষা শেষে, শরৎ এলে, স্বপ্ন নাচবে ক্ষেতের আলে।
এই বিলের উত্তরে সিরাজ স্যার, দক্ষিণে হুমায়ুন আজাদ
তারাও শিখেছে আমার কাছে, নিয়েছে হিজলের স্বাদ
আমার চোখে আছে বরুণের ঘুম, আমাকে ভয় দেখাও?
চোখ খুললেই দেখবে সূর্য, আমাকে তুমি জয় শেখাও?
২৮/০৭/১৮, সকাল
মুজিব রহমান
২| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৩:১৮
চাঙ্কু বলেছেন: কৃষকের কথামালা সুন্দর হইছে!
৩| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৭
বিজন রয় বলেছেন: এমন কৃষক চাই।
৪| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৮
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
৫| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৮
রিফাত হোসেন বলেছেন:
কবিতা এত আকৃষ্ট করে না। ছবি অনেক ভাল লেগেছে। আপনার পছন্দ আছে।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৫
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: সাহসী কৃষক!!!