![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
ইছামতির তীরে
ইছামতির তীরে দাঁড়াতে দাঁড়াতে তন্দ্রাচ্ছন্ন হয়ে যাই
তন্দ্রাচ্ছন্ন হতে হতে ফুল পাখির সাথে হাত মেলাই
ফুলেরা উড়ছে দৃষ্টির আড়ালে, মেঘের আড়ালে
পাখিরা ডানা মেলছে, ধরতে পারি হাত বাড়ালে।
অস্তগামী সূর্যের দিকে হাঁটতে হাঁটতে লম্বা হচ্ছে ছায়া
হাঁটতে হাঁটতে হাওয়া হয়ে যাচ্ছি, ফিরছে তার মায়া
দীর্ঘশ্বাসগুলো কুয়াশা হয়ে যাচ্ছে, দেখে না কেউ
কুয়াশার চাদর সরিয়ে দেখি, হারিয়েছে ইছামতির ঢেউ।
ঘোর কাটে না, দৌড়াতে দৌড়াতে হয়ে যাচ্ছি ঝড়
দিকবিদিক গোত্তা খাচ্ছি, ভাঙ্গছি ঢেউ, বৃক্ষ, ঘর
ইছামতির জলে দেখতে পাই, মৌমিতার স্বচ্ছ আঁখি
সেলাই করি সূর্যাস্ত, কত রকম বনফুল, কত পাখি।
ইছামতির তীরে দাঁড়ালেই হয় তন্দ্রাচ্ছন্নতার অসুখ
তন্দ্রাচ্ছন্ন হতে হতে চলে আসে শৈশব, একটি মুখ
বিবর্ণ বিকেল ডুবে যেতে থাকে ইছামতির জলে
তন্দ্রাচ্ছন্ন ইছামতি ডুবে যেতে থাকে বুকের অতলে।
ফেব্রুয়ারি ২০২০
©somewhere in net ltd.