![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
আমাদের জাতীয় জীবনে গোপন করার বিপুল ক্ষমতা আমরা অর্জন করেছি। এটাযে শুধু আমাদের মাদ্রাসার হুজুর, মন্দিরের পুরোহিত, গীর্জার ফাদার শিশু ধর্ষণ/বলাৎকার করে গোপন করতে চায় তাতেই সীমাবদ্ধ নেই। সবাই যেনো গোপন করতে মরিয়া। আমরা গোপন করার সাতসতেরো প্রবণতা দেখি-
১
দম্পত্তিরা গোপন করে বিয়ের আগের অতীত
আর সাবালক সন্তানরা বর্তমান পিরিত।
২
রোগ গোপন করি হয়ে গেলে করোনা
বলে দেই নিউমোনিয়া রোগটা বড় না।
৩
প্রবাহমান নদী গোপন রাখে ডুবু চর
নায়িকা গোপন রাখে কে তার বর!
৪
ফাঁস হোক গোপন ছবি, গোপন কিচ্ছা
থাকে না নেত্রী অভিনেত্রী কারো ইচ্ছা।
৫
গোপন তথ্য পাচারে গুপ্তচরের ভুলে
ধরা পড়ে গেলে ফাঁসি কাষ্ঠে ঝুলে।
৬
নারীর গোপন রোগের চিকিৎসক
ধরা খেয়েছে করে গোপন বৈঠক
৭
ব্যর্থরা গোপন করে প্রকৃত সত্যটা
ধান্ধাবাজরা গোপন রাখে আসল তথ্যটা।
৮
ছাত্রী পরিণত হলে যৌন হয়রাণীর শিকারে
সহকর্মীরা গোপন করতে অশুভ সন্ধি সারে।
৯
ভাগে খুশি হয় বস, দুর্নীতি করলে অধস্তন
শাক দিয়ে মাছ ঢাকতে করেন তথ্য গোপন।
১০।
গৃহকর্মীকে যৌন হয়রাণী করলে স্বামী
স্ত্রী তা গোপন করে হয়ে উঠেন দামী।
১১
কন্ট্রাক্টরের দুর্নীতি মিডিয়ায় হলে প্রতিফলন,
স্যারেরা তাকে রক্ষায় করেন তথ্য গোপন।
১২
প্রদ্বীপরা ক্রসফায়ারে মানুষ মারে চড়া দামে,
এসপি মাসুদরা অপরাধ গোপনের মিশনে নামে।
১৩
কারসাজি করে করদাতারা কর ফাঁকি দিলে,
ঘুষের বিনিময়ে তথ্য গোপনে সহায়তা মিলে।
১৪
প্রভাবশালী ও ক্ষমতাসীনরা করে অপরাধ,
মিডিয়া তা গোপন করে পেয়ে টাকার স্বাদ।
১৫
পাত্রীরা মেকআপের আড়ালে অসৌন্দর্যতা
আর পাত্র গোপন করেন তার দৈন্যতা।
১৬
ক্ষমতাসীনরা গোপন করে ভোটজালিয়াতি
বিরোধীরা গোপন করে গোপন আঁতাতি।
১৭
সবকিছু গোপনে জনতা আজ রিক্ত
তবুও গলা মিলাই ঠিকতো ঠিকতো।
০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ৭:৩০
মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ।
এখন জনতাকে উদ্বুদ্ধ করার কবিতা দরকার। কবিতার নাম হবে- ফাঁস করো ফাঁস করো।
২| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১০:১৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১৭ নাম্বারটা সবথেকে ভাল লাগলো।
০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ৭:৩১
মুজিব রহমান বলেছেন: আমরা আম জনতাকে ঠিক ঠিক বলা থেকে বেরিয়ে আসতে হবে। আম জনতাই ক্ষতিগ্রস্থ হয় তারাই আবার আঁকড়ে থাকে- গোপন করার মিশনে।
৩| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:১২
রাজীব নুর বলেছেন: মহা সত্য পোষ্ট।
০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ৭:৩২
মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ।
ফাঁস করার জন্য উদ্বুদ্ধ করা পোস্ট হবে আরো মহা দরকারী।
৪| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১২:০৩
রিফাত হোসেন বলেছেন: পড়ে ভালো লাগলো।
০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ৭:৩৪
মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ।
৫| ০৪ ঠা অক্টোবর, ২০২০ ভোর ৬:৩৭
স্থিতধী বলেছেন: দারুণ লেখা।নেতা থেকে আমজনতার, এভাবে গোপনীয়তার চর্চা করাটা যেন একটা শিল্পের পর্যায় পৌঁছে গেছে এখন। এতো গোপনীয়তার পরও কিভাবে যেন নিজেদের বিবেক (যাদের ওটা অবশিষ্ট আছে) আর প্রায়ই বিশ্ব দরবারের সামনে আমরা একদম নগ্ন হয়ে যাই।
০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ৭:৩৫
মুজিব রহমান বলেছেন: তাদের নগ্নতা আমরা দেখে ফেলি কিন্তু দেখেও না দেখার ভান করি। কর্মীরাও তা গোপন করে।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১০:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ বাংলা নীতি কবিতা।
পড়ে খুবই ভালো লাগলো।