![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
গত আগস্টে যশোরের ফারহানা আফরোজ গায়ে হলুদ অনুষ্ঠানের দিন পার্লার থেকে সেজে বন্ধুদের নিয়ে মটর সাইকেল শোভাযাত্রা করে করে হইচই ফেলে দিয়েছিলেন৷ অগ্রসর ও মুক্তচিন্তার মানুষেরা বাহবা দিয়েছিল৷ পশ্চাৎপদ অন্ধকারের মানুষেরা সহ্য করতে পারেনি৷ তারা মন্দ বলেছে৷ ফারহানা ও তার পরিবার এই মন্দ বলাকে পাত্তা দেয়নি৷
সম্প্রতি জাতীয় ক্রিকেটার সানজিদা ইসলামও গায়ে হলুদ শেষে বিয়ের আকর্ষণীয় পোশাক পরে হাতে তুলে নিয়েছেন ব্যাট, চালিয়েছেন মটর সাইকেল৷ পশ্চাৎপদ ধর্মান্ধ অন্ধকারের মানুষের পক্ষে এটাও মেনে নেয়া সম্ভব হয়নি৷ যথারীতি তারা গালিগালাজ করছেন৷ আইসিসিও তাদের ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন৷ সচেতন অগ্রসর মানুষ সাধুবাদ ও অভিনন্দন জানিয়েছেন সানজিদা ইসলামকে৷
আমিও নবদম্পতিকে অভিনন্দন জানাই৷ এগুলো সমাজ এগিয়ে যাওয়ার লক্ষণ৷ নারী প্রগতির চিহ্ন৷ অশুভ প্রথা ভেঙ্গে এভাবেই এগিয়ে নিতে হবে সমাজ৷ ফারহানা ও সানজিদাকে স্যালুট জানাই! অনন্য ওয়েডিং ফটোশুট!
২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১২
মুজিব রহমান বলেছেন: এর বিরুদ্ধেও যেহেতু অনেক পোস্ট তাই সংখ্যা বাড়ালাম।
২| ২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অভিনন্দন রইল এইসব প্রগতিশীল মানুষদের জন্য।
২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৬
মুজিব রহমান বলেছেন: নারীদের সক্রিয়তাই মৌলবাদকে দ্রুত দমন করতে পারবে। শুভ কামনা।
৩| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
রাজীব নুর বলেছেন: মেয়েরা এগিয়ে যাক। তাহলে বিশ্ব এগিয়ে যাবে।
২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪৩
মুজিব রহমান বলেছেন: অন্তত বাংলাদেশকে এগিয়ে নিতে হলে মেয়েদের এগিয়ে আসতেই হবে।
৪| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: পুরুষরাতো পারলো না এখন মেয়েদেরই হাল ধরতে হবে,পুরুষ হবে তার সহযোগী।
২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪৩
মুজিব রহমান বলেছেন: আমরা এখন অনেকেই চাই নারীরা সমানতালে এগিয়ে যাক। পাশে থাকবো মানুষ হিসেবেই।
৫| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বেগম রোকেয়ার," সুলতানার সপ্ন" দেশটা
নারীস্থান হোক। পুরুষ ঘর সাম্লাক। নারীরা
বাহির। পরিবর্তন চাই।
২৪ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১৩
মুজিব রহমান বলেছেন: ভুল বুঝলেন!?
দুজনে ঘর করলে দুজনেই সামলাবে। দুজনেই সম্মানের সাথে আয় করবে, ব্যয় করবে।
৬| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অন্তত বাংলাদেশকে এগিয়ে নিতে হলে মেয়েদের এগিয়ে আসতেই হবে।
সেই সাথে তসলিমা নাসরিনকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে।
২৪ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১৫
মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ।
তসলিমা দেশে থাকলে নারীর আরো জাগরণ ঘটতো। তার মতো করে নারীর সমস্যা আর কেউ উপলব্ধি করে নি।
৭| ২৪ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৭
জনৈক অপদার্থ বলেছেন: আইসিসির টুইট দেখেছিলাম। বরাবরের মত ইন্ডিয়ান উযবুকের দল ট্রোল করায় নেমে গিয়েছিলো।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৮
চাঁদগাজী বলেছেন:
ইহা নিয়ে পোষ্টের অভাব ছিলো না।