নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

নগ্ন দেহের অপূর্ব সৌন্দর্যতা বুঝেন না! বলাৎকার বুঝেন?

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩৫


শৈল্পিক প্রকাশের সর্বোচ্চ রূপ হিসেবে বিবেচনা করা হয় নগ্নতাকে৷ ইউরোপে অন্ধকার যুগ কাটিয়ে রেনেসাঁ নিয়ে এসেছিল আধুনিক ও সভ্য ইউরোপ৷ রেনেসাঁ যুগের শিল্পীরা দেদারছেই এঁকেছেন শৈল্পিক নগ্ন ছবি৷ বাদ দেননি যিশু খৃস্টকেও৷ সারা বাংলাদেশে একটি মাত্র সর্বোচ্চ শৈল্পিক রূপের ছবি৷ সেটা ভাঙ্গার ডাক প্রায়ই দিচ্ছে মূর্খ মৌলবাদীরা৷ অন্ধকার শক্তি শিল্প সাহিত্য সহ্য করতে পারে না, সেটাই প্রমাণ করছে৷শৈল্পিক প্রকাশের সর্বোচ্চ রূপ হিসেবে বিবেচনা করা হয় নগ্নতাকে৷ ইউরোপে অন্ধকার যুগ কাটিয়ে রেনেসাঁ নিয়ে এসেছিল আধুনিক ও সভ্য ইউরোপ৷ রেনেসাঁ যুগের শিল্পীরা দেদারছেই এঁকেছেন শৈল্পিক নগ্ন ছবি৷ বাদ দেননি যিশু খৃস্টকেও৷ সারা বাংলাদেশে একটি মাত্র সর্বোচ্চ শৈল্পিক রূপের ছবি৷ সেটা ভাঙ্গার ডাক প্রায়ই দিচ্ছে মূর্খ মৌলবাদীরা৷ অন্ধকার শক্তি শিল্প সাহিত্য সহ্য করতে পারে না, সেটাই প্রমাণ করছে৷

অনেকেই সুন্দরকে মেনে নেয় না। একটি ফুলকে পদদলিত করেই আনন্দ পায়। তারা বলাৎকার ও ধর্ষণ বুঝে, ভালবাসা বুঝে না। প্রাতিষ্ঠান শিক্ষা নিতে গিয়ে সব শিল্পীই নগ্ন ছবি আঁকেন। আঁকার জন্য নগ্নতার বিকল্প কি? এর চেয়ে সুন্দর কি? প্রকৃতি যে শিল্পী আঁকেন তাও নগ্নই, একটি ফুল নগ্ন, পাতা নগ্ন! অনেকে বলেন, এই কালচার আমাদের জন্য। আমাদের অজন্তা ইলোরার ছবিগুলো কি আমাদের পূর্বপুরুষদের আঁকা নয়? পাহাড়পুর বৌদ্ধ বিহারের যে টেরাকোটায় নগ্ন দৃশ্য রয়েছে তার উত্তরাধিকার কি আমরা নই। বরং বলতে পারেন আমরা ইউরোপের আগেই নগ্ন ছবি আঁকতে পেরেছিলাম। ইউরোপ যখন ঘোমটায় আবদ্ধ তখন আমরাই ছিলাম প্রগতিশীল। আজ আমরা পেছনে হাঁটতে হাঁটতে গভীর অন্ধকারে নিমজ্জিত হতে যাচ্ছি। কয়েকটা অন্ধকার শক্তি আমাদের টেনে নামাতে চায় অন্ধকার গহ্বরে। আগাতে হলে আমাদের রুখে দাঁড়াতেই হবে।

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে (সারাদেশ ১টি মাত্র শৈল্পিক ছবি? ) কোনটা শৈল্পিক ছবি?

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫৯

মুজিব রহমান বলেছেন: লেখা বিকৃত করবেন না।
বলেছি সর্বোচ্চ মাত্রার শৈল্পিক ছবির কথা!
আর আপনি লিখলেন ‘সারাদেশে ১টি মাত্র শৈল্পিক ছবি’?

২| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৯:১৫

অনল চৌধুরী বলেছেন: পশ্চিমাদের নগ্ন শিল্প পক্ষপাতগ্রস্ত।তারা প্রাচীন দেব-দেবীর নগ্ন মুর্তি বানালেও কোনো রাজা-রানী বা রাষ্ট্রপ্রধাণের এরকম মূর্তি-ভাষ্কর্য বানায় না। রাণী এলিজাবেথের নগ্ন মূর্তিতেও পুলিশ পোষাক পরিয়ে দিয়েছিলো।
অনেক ছবিতেই নগ্ন নারী দেখানো হয়। কিন্ত একই ছবিতে পুরুষের নগ্নতা দেখানো হয় না। এগুলি কি বৈষম্য না?

২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:১৭

মুজিব রহমান বলেছেন: পুরুষের নগ্নতাও রয়েছে। এমনকি যিশুখৃস্টের নগ্ন ছবিও রয়েছে। অধিকাংশ শিল্পীই পুরুষ। তাদের চোখে নারীর শরীরই অধিক সুন্দর, আকর্ষণীয়।

৩| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৯:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এই্ আলোচনা এখন বাংলাদেেশের মানুষ খাবে না।
তারা এখন ফরাসী পিআর দূরে ছুড়ে ফেলে দিবে।
ফরাসী পণ্য ব্যবহার করবে না।

যারা ফরাসী নাগরিকত্ব পেয়েছে তারা চলে আসবে।

২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:১৮

মুজিব রহমান বলেছেন: বাঙালি করে চায়না পণ্য ব্যবহার। তারা কবে কোন ফরাসী পণ্য ব্যবহার করেোছ? তারপরও যারা ফরাসী পণ্য ব্যবহার করে তারা কি সাড়া দিবে? অনেকে তো একজন শিক্ষক এবং এর আগে শিল্পী, সাংবাদিক হত্যারও নিন্দা করেছে, করছে।

৪| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:



১ম প্যারাগ্রাফের শেষদিক থেকে ( ২য় ছবির উপরে) ৩য় বাক্যটিতে আপনি কি লিখেছেন?

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১৪

মুজিব রহমান বলেছেন: সর্বোচ্চ শৈল্পিক রূপের ছবির কথাই বলেছি। আরেকবার পড়ুন।

৫| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: নগ্নতা আসলে একটা শিল্প।

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১৪

মুজিব রহমান বলেছেন: এর শৈল্পিক দিক রয়েছে আবার পর্ণতাও রয়েছে।

৬| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১৮

কানিজ রিনা বলেছেন: আদিম মানুষ প্রথম সভ্যতার সৌন্দর্য খুঁজে পেয়েছিল
পোশাকে, তারা গাছের লতা ছালবাকল দিয়ে পোশাক পড়তো। এখনো আপনি আদিম মানুষদের দেখবেন তারা গাছের ছাল বাকল দিয়ে ঘাগড়া মত পরিধান করে।
নগ্নতা শিল্পীর নিজস্ব অনুভূতির সৌন্দর্য, নারী নগ্নতা
কোন বিজ্ঞাপনের নয় ও গন সৌন্দর্য নয়। আলিয়ঁস ফ্রঁসেস কখনো গিয়েছেন যাহারা এসব নগ্ন শিল্প কার্য শিল্পীর চোখে দেখে তারাই সেখানে যেতে পারবে আর কেউ নয়।
গণমাধ্যম তো নয়ই আপনার মায়ের বা স্ত্রীর কোন শিল্প আচার্য নগ্ন ছবি কি আপনি রাস্তাঘাটে ঝুলিয়ে রাখতে রাজি হবেন? নিজেকে প্রশ্ন করুন?

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩১

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ।
যে তিনটি ছবি দিয়েছি তাও কোন ব্যক্তিকে নির্দেশ করে না। অথচ শৈল্পিক নগ্নতাও এদেশ সহ্য করে না।

৭| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২৯

মরুর ধুলি বলেছেন: সৌন্দর্যের সংজ্ঞা নতুন করে শিখলাম আজ।
মডারেটরের সদয় দৃষ্টি কামনা করছি।
জানিনা এই ধরণের ছবি ব্লগের শর্ত ভঙ্গ করে কিনা।
কানিজ রিনা’র সাথে একমত পোষণ করছি। শেষের প্রশ্নগুলো আমারও।

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩৫

মুজিব রহমান বলেছেন: পৃথিবীর সেরা একটি ছবি প্রকাশকেও বলছেন শর্ত ভঙ্গ! এমন ধ্বজভঙ্গ মানসিকতা দূরে রাখুন। মুক্তচিন্তা করতে শিখুন।

৮| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: সারা বাংলাদেশে একটি মাত্র সর্বোচ্চ শৈল্পিক রূপের ছবি৷
সেকি!!! আর নাই!!!

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩৭

মুজিব রহমান বলেছেন: আর কোথায় আছে বাংলাদেশের এমন ভাষ্কর্য?
উত্তরা গণভবনে কয়েকটি শ্বেতপাথরের ভাষ্কর্য আছে যা ইউরোপ থেকে তৈরি করিয়ে আনা হয়েছিল।

৯| ২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:১৩

রাশিয়া বলেছেন: নগ্নতা যাদের কাছে সৌন্দর্য, তারা নিজেরা সারাদিন ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে বেড়াক। আমাদের কাছে নগ্নতা কেবল অশ্লীলতাই নয়, বীভৎসতাও। একটি নগ্ন ছবি, তা শিল্পের বিচারে যতই সুন্দর হোক না কেন, আমার চোখে তা চিরকালই কুৎসিত। আমার চোখে সুন্দর পোষাক পরা মানুষই সুন্দর - নগ্ন মানুষ নয়। নগ্ন পশু সুন্দর, মানুষ নয়।

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫২

মুজিব রহমান বলেছেন: চাপাতি দিয়ে খুন করা আপনার কাছে কি? যেমন সর্বশেষ গলাকেটে খুন করা হল ফ্রান্সের একজন শিক্ষককে! বলাৎকারকে আপনার কাছে কি মনে হয়? পৃথিবী এখন দুভাবে বিভক্ত। একভাগ হত্যা আর বলাৎকারে লিপ্ত আরেক ভাগ জ্ঞান-বিজ্ঞান অনুশীলনে লিপ্ত।

১০| ২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সব শিল্প কি নগ্নদেহে কেন্দ্রীভুত?

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫৪

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ!
শিল্প বহুদিকেই ব্যাপ্তি নিয়ে থাকে। নারীর নগ্নতা এমন একটি দিক যা প্রাতিষ্ঠানিক চারুকলার অংশ। অস্বীকার করার উপায় নেই।

১১| ২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৩১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার বা আপনার স্ত্রী একটা নগ্ন শৈল্পিক ছবি পোষ্ট দেন ভাই শিল্পটা বুঝে নেই । যদি নিজেরটা দিতে না পারেন তাহলে অন্যের শরীরে শিল্প খুজতে যাওয়া বিকৃত মানসিকতা ।

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫৬

মুজিব রহমান বলেছেন: আমার স্ত্রীর নগ্ন ছবি দেখতে চাওয়াটা শিল্প নয়। এই ছবিগুলো কোন ব্যক্তিকে নির্দেশ করেনি।

১২| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:২৯

পুলক ঢালী বলেছেন: ব্লগে কেন ব্যক্তি আক্রমন হয় বুঝিনা। কেন মা বোনের ছবি ঝুলিয়ে রাখার কথা বলা হয় ??
নগ্ন দেহের ছবি সেটা নারী হোক অথবা পুরুষ হোক নিখুত মূর্তি বা নিখুত ছবি আঁকতে গেলে কেমন দক্ষতার প্রয়োজন ভেবে দেখুন?
ভাস্করের কল্পনায় কেমন ছবি এলে তিনি বাটালী বা চিত্রকর রং তুলি দিয়ে তা ফুটিয়ে তুলবেন তার সেই রূপটিই তো তার শিল্পকর্মে ফুটে উঠে।
আল্লাহ্ ,ঈশ্বর, ভগবান, মানুষ, প্রকৃতি, জীবজন্তু সৃষ্টি করেছেন, তিনি সবচেয়ে শ্রেষ্ঠ শিল্পী ।
স্রষ্টার তৈরী পুরুষদেহ, নারীদেহ সব চেয়ে সৌন্দর্য্যময় শিল্পের নিদর্শন।
সুতরাং পৃথিবীর শিল্পীরা সেটাকে অনুকরন/অনুসরন করলে দোষ কোথায় ?

সাধারন জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে সচেতন এবং চিন্তা চেতনায় অগ্রসর ব্যাক্তিরা হচ্ছেন ব্লগাররা ।

আপনারা নিশ্চয়ই মাকেলএ্যাঞ্জেলোর তৈরী (ইতালীর ফ্লোরেন্সের যাদুঘরে রাখা) ডেভিডের ভাস্কর্য্যের ছবিটি দেখেছেন।
এই ভাস্কর্য্য কিভাবে তৈরী করা সম্ভব, কিভাবে মাংসপেশী গুলি যেখানে যেমন হওয়া উচিৎ ঠিক সেখানে সেভাবেই তৈরী করা হয়েছে?
এক পায়ের উপর ১৪ টন ওজন নিয়ে কিভাবে দাড়িয়ে আছে ভেবে দেখেছেন কখনো ?
এগুলো ভাবলে বিষ্ময়ে নগ্নতা আপনার চোখেই পড়বেনা।

মা বোনের নগ্ন ছবির কথা বলছেন!? বিমূর্ত চেহারায় আঁকলে তো প্রশ্নকারী নিজের মা বোনকেই চিনতে পারবেন না।

অগ্রসর মানুষের প্রতিনিধি হিসাবে ব্লগাররা ব্লগারের মত আচরন করবেন এটা সকলের কাম্য।
ভাল থাকুন সবাই।

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫৯

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ।
ব্লগিং বাংলাদেশে করা প্রায় অসম্ভব। মুক্তচিন্তা ছাড়া ব্লগিং করা যায় না। মত প্রকাশের সুযোগ খুবই সীমিত এখানে। আমিতো আমি, ব্লগ নিজেই ব্লক খেয়ে বসে থাকে।

১৩| ২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: নগ্নতা উপভোগ করতে হয়।

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০০

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ।
শৈল্পিক দিক বুঝতে পারার সামর্থ্য থাকাও জরুরী।

১৪| ২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

পুলক ঢালী বলেছেন: নগ্নতা উপভোগ করতে হয়।

রাজীব নুর আপনার মন্তব্য ব্যাখ্যার দাবী রাখে। আপনার চেতনা যদি শীল্পের স্থানে নগ্নতায় মগ্ন হয়ে থাকে সেক্ষেত্রে শীল্পের জায়গায় না এসে পয়সা খরচ করে নগ্নতা উপভোগ করতে যান এখানে কি করছেন ? ;)

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০২

মুজিব রহমান বলেছেন: চিত্রকলার শৈল্পিক দিক বুঝতে ব্যর্থ হবেন যারা, তাদের কাছে সর্বোচ্চ শৈল্পিক চিত্রকলারও মূল্য থাকে না।

১৫| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: আর কোথায় আছে বাংলাদেশের এমন ভাষ্কর্য?
উত্তরা গণভবনে কয়েকটি শ্বেতপাথরের ভাষ্কর্য আছে যা ইউরোপ থেকে তৈরি করিয়ে আনা হয়েছিল।


উত্তরা গণভবনে যখন আমি গেছি তখন ভেতরে ঢোকার অনুমতি ছিলানা তাই বলতে পারলান না সেখান কার কথা।
তবে আমার যেনো কেনো মনে হচ্ছে এমন আরো কিছু দেখেছি। তবে আকার আর ম্যাটারিয়াল ভিন্ন।
এই মুহুর্তে মনে পরছে একটির কথা। সেটি আছে সাভারের আরাপাড়া জমিদার বাড়ির প্রবেশ পথের দেয়ালে।

২৯ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:০০

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ।
প্রথমবার গিয়ে একেবারের ভিতরের একটি ভবনের পাশে চারটি অনন্য সুন্দর নারী ভাষ্কর্য ছিল। দুবছর আগে গিয়েছিলাম আবারও দেখার জন্য। সেখান থেকে সরিয়ে নিয়ে কোন গুদামে সংরক্ষণের কথা বলেছিল। পাকিস্তানি সৈন্যরা কিছু ভাষ্কর্যের ক্ষতি করেছিল। তারা নগ্ন স্তনেও আঘাত করেছিল। মৌলবাদীরা মূর্খরা মাথা ঠিক রাখতে পারে না নারী ভাষ্কর্য দেখলে।

১৬| ২৯ শে অক্টোবর, ২০২০ রাত ৩:৩৯

অনল চৌধুরী বলেছেন: মূর্তিতে যদি শিল্পের নামে নগ্নতা সমর্থন করতে হয় তাহলে নাটক-চলচ্চিত্রেও করতে হবে।
চলচ্চিত্রে নগ্নতাকে হলিউডসহ প্রায় সব দেশেই অশ্লীল বলা হয়, কারণ সেসব পরিবারে নিয়ে কেউ দেখতে পারে না। এখন কি শিল্পের নামে বাংলাদেশের চলচ্চিত্রেও নগ্নতা চালু করতে হবে???
আর সেগুলিতে কারা অভিনয় করবে? নিজেদের পরিচিত লোকজন না বাইরের কেউ?
সুতরাং এটা সমর্থন করা যাচ্ছে না।

২৯ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:০২

মুজিব রহমান বলেছেন: পর্ণ ছবিতো আছেই। পর্ণ ছবিকে কেউ শিল্পের মর্যাদা দেয় না।

১৭| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ২:৫১

অনল চৌধুরী বলেছেন: একই নগ্নতাকে বিখ্যাত নামধারী পরিচালদের জন্য একরকম আবার পর্ণ ছবির জন্য আরেকভাবে সংজ্ঞায়িত করা হয়।
এই দুমোখো নীতি সারা পৃথিবীতেই আছে।
জেমস বন্ড,শক্তিকাপুর,ডিপজল করলে অশ্লীল কিন্ত লুই বুনুয়েল,গৌতম ঘোষ, মীরা নায়ার,দীপা মেহেতা করলে শিল্প !!!!!
হাস্যকর তত্ত্ব দেয় কিছু চলচ্চিত্র সমালোচক নামধারীরা।

৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২৫

মুজিব রহমান বলেছেন: এভাবেইতো বুঝাপড়া! একটা নগ্নতা আর আরেকটি শিল্প হয়ে উঠে। মীরা নায়ার যৌনতাকে আনে গল্পের প্রয়োজনে বা যৌনতার সংকট নিয়ে গল্প বলে। আর জেমস বণ্ড যৌনতা আনে দর্শকদের যৌন সুড়সুড়ি দিতে।

১৮| ০১ লা নভেম্বর, ২০২০ ভোর ৪:৪২

অনল চৌধুরী বলেছেন: গল্পের প্রয়োজনে যদি নগ্ন নারী দেখাতে হয়, তাহলে ধর্ষণ এবং হত্যাদৃশ্যেও এসব বাস্তবে দেখানো উচিত।
এসব যুক্তি দেয় চলচ্চিত্রের কিছু নষ্ট লোক,যাদের অনেককে চলচ্চিত্র নিয়ে গত ২০ বছর ধরে পড়ার সময় দেখেছি।

০১ লা নভেম্বর, ২০২০ রাত ৯:১২

মুজিব রহমান বলেছেন: এই ছবিগুলো দেখে কামোদ্রেক হয় না কারণ এটা শিল্প। ওরা ধর্ষণ দৃশ্যের মাধ্যমে নিছক পর্ণকেই দেখাতে চায়।

১৯| ০২ রা নভেম্বর, ২০২০ রাত ১:৩৪

অনল চৌধুরী বলেছেন: এই ছবিগুলো দেখে কামোদ্রেক হয় না কারণ এটা শিল্প-কাদের হয় না?
সাধারণ লোক তো এতো শিল্প বোঝে না। তারা নগ্নতা দেখলেই উত্তেজিত হয় এবং তাদের জন্য এটাই স্বাভাবিক।

০২ রা নভেম্বর, ২০২০ রাত ৯:৪০

মুজিব রহমান বলেছেন: যাদের নারীর পায়ের আঙুল দেখলেও উত্তেজিত হয়ে পড়ে তাদের নিয়ে কিছু বলাও কঠিন। নইলে এভাবে ছেলে শিশুদের বলাৎকার করে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.