![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
শেষ পর্যন্ত কি অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা দিয়েই হয়তো তাকে বের করতে হবে। হোয়াইট হাউজ আর মার্কিন ক্ষমতা ছাড়তে কে চায়? ছাড়তে না চাইলেও যে থাকা যাবে না সে বোধশক্তি ট্রাম্পের ছিল না আগেও। যা না হয় নয়ে তা হয় না নব্বইতেও। এরশাদের উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনের কথাই মনে পড়ছে। তিনি বলেছিলেন, ক্ষমতা ছাড়া কি এতোই সোজা! পদত্যাগ পত্রকি জিরো পয়েন্টে উড়িয়ে দিয়ে আসবো?
একবার এক কর্তা ঘোষণা দিলেন, যে আমাকে বুঝাতে পারবে তাকে দিবো বড় আবালডা। কর্তীতো প্রমাদ গুনেন, হায় হায়! তোমাকে তো যে কেউই এসে বুঝিয়ে ফেলবে। কর্তা বলে, ‘আরে আমি বুঝলেতো’। সেরকম না বুঝতে চাওয়ার মতোই অবুঝ হয়ে উঠেছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'এই নির্বাচন শেষ হতে এখনও দেরী আছে'। যেভাবে তিনি সমর্থক রিপাবলিকানদের উস্কানি দিচ্ছেন তাতে দেশ জুড়ে দাঙ্গা হাঙ্গামা শুরু হয় নাকি পার্টির ইজ্জত বাচাতে তারাই ট্রাম্পকে গলাধাক্কা দেয় সেটাও দেখার বিষয়। পরাজয় মানব না, সহজে হোয়াইট হাউস ছাড়ব না বলে তো আর বসে থাকা যাবে না। মানে মানে কেটে না পড়লে গলাধাক্কা মানে অর্ধচন্দ্রই বাকি থাকে।
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩১
মুজিব রহমান বলেছেন: ওটা বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় গল্পাংশ।
২| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১:৩০
রাজীব নুর বলেছেন: সবাই যে ট্রাম্পকে গালমন্দ করছেন, যদি ট্রাম্পের চেয়ে বাইডেন বেশি দুষ্টলোক হয়?
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩৫
মুজিব রহমান বলেছেন: ডেমোক্রেটদের একটি আদর্শ রয়েছে। তারা উদারপন্থী, কমলা আরো বেশি উদারপন্থী। সেই বৈশিষ্ট্যের বাইরে যাওয়া কঠিন। রিপাবলিকানরা মূলত প্রশ্চাৎপদ, ধর্মান্ধ, শ্বেতাঙ্গ আধিপত্যবাদী চেতনার।
৩| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ২:২৩
নেওয়াজ আলি বলেছেন: বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মত মজা দিয়েছে ট্রাম্প ।
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩৯
মুজিব রহমান বলেছেন: মজা মাঝেমধ্যেই মৃত্যু ডেকে আনতো। তার উগ্রতার কারণেই বহু কৃষ্ণাঙ্গ গত চার বছরে খুন হয়েছেন।
৪| ০৯ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ট্রাম্প এক জন মজার মানুষ।
জাতি ও বিশ্ব তাকে ২০শে জানুয়ারির পর মিস করবে।
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৪২
মুজিব রহমান বলেছেন: তার বর্ণান্ধতার কারণে যারা খুন হলেন তাদের পরিবারগুলো স্বস্তির নিশ্বাসই ফেলবে।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৭
চাঁদগাজী বলেছেন:
ভালো কথাই বলতে চেয়েছিলেন, লেখার মাঝে "আবালডা" মাবালডা এনে লেখাকে টং দোকানে নিয়ে গেছেন।