নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

ছবি দুটির মধ্যে পার্থক্য কেন?

১২ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩০


দ্বিতীয় ছবির ১৮ মিনিটের ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন। একপাল সিংহ রাস্তায় শুয়ে থাকায় আটকা পড়েছে অনেকগুলো গাড়ি। এ ধরনের অনেক ভিডিওই রয়েছে ইউটিউবে। কিন্তু প্রথম ভিডিওটি হয়তো আপনি আগে দেখেননি। ২:২৩ মিনিটের ভিডিওটিতে আমরা দেখছি সিংহদের মাঝখানে একলোক নামাজরত রয়েছেন। তাকে কোন সিংহই আক্রমণ করছে না। ভিডিও এই ছবিটি আমার মতো আপনাদের অনেকের ইনবক্সেই হয়তো পাঠানো হয়েছে। লিখে দিয়েছে ৩০জনকে না পাঠানোর কারণে অমুকের ক্ষতি হয়েছে। আপনিও পাঠিয়ে পুণ্যির ভাগিদার হোন। আপনার মধ্যে প্রগাঢ় বিশ্বাস থাকলে আপনিও নিশ্চয়ই পাঠিয়ে দিয়েছেন।

প্রথম ছবির নামাজরত মানুষটির আকার তারচেয়ে আমাদের নিকটে সিংহটির চেয়েও অনেক বড়। ওনার ব্যক্তি থেকে দূরের সিংহগুলোকে আনুপাতিক হারেই ছোট দেখা যাচ্ছে। এটাই পার্সপেকটিভ। তাহলে নামাজরত লোকটিকে এতো বড় দেখা যাচ্ছে কেন? তিনি কি অলৌকিক ক্ষমতাধর কেউ নাকি অন্যগ্রহের কোন মানুষ বা জ্বীন? আপনি প্রগাঢ় বিশ্বাসী হলে এসব প্রশ্ন আপনার মধ্যে আসবে না। আপনি শুধু তার অলৌকিকতা দেখে মুগ্ধ হবেন!

আপনি শুরুতেই বুঝেছেন, দুটি ছবিই বা ভিডিও বাস্তবিক এক। অর্থাৎ দুটি ভিডিওর মধ্যে একটি থেকে নামাজরত মানুষটিকে সরিয়ে দেয়া হয়েছে অথবা এডিটিং করে তাকে বসানো হয়েছে। যেটিই করা হোক সেটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। বাস্তবিক লোকটি নামাজরত থাকলে তাকে সরিয়ে দেয়া খুবই অন্যায় হয়েছে। আবার যদি লোকটিকে ভিডিওতে এডিটিং করে ঢুকিয়ে দেয়া হয়ে থাকে তবুও খুবই অন্যায়। কোনটা হয়েছে? কেন হয়েছে? মানুষের সাথে প্রতারণা কেন করতে হবে?

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৪২

আমি সাজিদ বলেছেন: মহান আল্লাহর সাথেও পারলে প্রতারণা করি আমরা, এতোটাই মিথ্যুক আর বাটপার হয়ে গেছি নিজেরা

১২ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৪

মুজিব রহমান বলেছেন: এমন ছবি দেখেও বহু মানুষ মুগ্ধ হয়, প্রতারণা ও ধোকাবাজি বুঝতে পারে না। তারা আমিন না বলে যায় না।

২| ১২ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:




লোকটির কাছে সিংহগুলোকে বিড়ালের চেয়ে কিছুটা বড় মনে হচ্ছে। ***লোকটির আকার হতে হবে ৯ ফিট দীর্ঘ। গিনিজবুকে তার পরিচয় পাওয়া যেতে পারে। লোকটিকে পাওয়া গেলে ন্যাশনাল জিওগ্রাফী লোভনীয় বেতনে তাকে লুফে নিবে।

১৩ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:০৪

মুজিব রহমান বলেছেন: যদি ভিনগ্রহের কেউ হয়ে থাকে?
বিস্ময়করভাবে এরা প্রতারণা করে। একটুকুও লজ্জিত হয় না।

৩| ১২ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১১

নেওয়াজ আলি বলেছেন: এই ধরনের ছবি ফেসবুকে দিয়ে বলে আমিন না বলে যাবেন না । মজা পাই

১৩ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:২৩

মুজিব রহমান বলেছেন: এসব ছবিকে সত্য ধরে বসে থাকার লোকও কম নয়। এজন্যই এগুলো ফাঁস করা দরকার।

৪| ১২ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মানুষ বানাইলো আল্লাহ,মানুষ নিলো কত সাজ!
কেউ আমরা প্রজা সাজি,কেউ সাজি মহারাজ!
আসলে মিথ্যাবাদী আমরা সবাই ধান্দাবাজ!

১৩ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:২৪

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ!
ওই ধান্ধাবাজরা মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখতে চায়। ওদের থামানো দরকার।

৫| ১২ ই নভেম্বর, ২০২০ রাত ১০:২৬

অধীতি বলেছেন: এগুলোর জন্য ফেসবুক একদম নিজস্ব করে নিয়েছি। নইলে মানষিক রোগী হয়ে যাবো।

১৩ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:২৭

মুজিব রহমান বলেছেন: খারাপ বলেননি।
তবে নিজের ওয়াল আগাছামুক্ত রেখে দেখতে পারেন।

৬| ১২ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

img|https://s3.amazonaws.com/somewherein/pictures/nurubrl/nurubrl-1605200580-6ad44cf_xlarge.jpg]
উপরের ছবিটি জুম করা, আর নিচেরটি জুম আউট !
আপনি যদি এভাবে দেখেন তা হলে আপনার প্রতিক্রিয়া কি হবে
img|https://s3.amazonaws.com/somewherein/pictures/nurubrl/nurubrl-1605200580-6ad44cf_xlarge.jpg]

১৩ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:২৮

মুজিব রহমান বলেছেন: জুমতো কিছুটা করাই। তাই বলে একজন নামাজরত আস্ত মানুষ চলে আসবে একটিতে।

৭| ১২ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


উপরের ছবিটি জুম করা, আর নিচেরটি জুম আউট !
আপনি যদি এভাবে দেখেন তা হলে আপনার প্রতিক্রিয়া কি হবে

৮| ১২ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪২

অপু তানভীর বলেছেন: এই রকম ধর্মান্ধ অভাব নাই আমাদের দেশে ।
ধর্মের নামে যা খাওয়ানো হবে এই সব ধর্মান্ধ মূর্খ গুলো তাই গিলবে । নিজের বিচার বুদ্ধি দিয়ে একটু বিচার করে দেখতে না যে আসলেই এমন একটা ঘটনা ঘটা সম্ভব কি না !

কদিন আগেই একটা ফেসবুকে পেইজে নদী ভাঙ্গনে একটা মসজিদ নদীতে বিলিন হয়ে যাওয়ার দৃশ্যটা রিভার্স করে পোস্ট করেছে । অর্থ্যাৎ দৃশ্যটা এমন ভাবে দেখাচ্ছে নদীর ভেতর থেকে একটা মসজিদ উঠে আসছে । সেই পোস্ট টেন কে কমেন্ট মাশাল্লাহ সুবহানাল্লাহ !

১৩ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৫

মুজিব রহমান বলেছেন: ওয়াজে এমনতর ভুয়া গল্প অহরহই বলে মানুষকে বিভ্রান্ত করে। সাধারণ মানুষের কাছে প্রকৃত সত্যটা এরা পৌঁছতে দেয় না।

৯| ১৩ ই নভেম্বর, ২০২০ রাত ১২:২৯

কসমিক রোহান বলেছেন: এগুলা এ্যান্টি-ইসলামিস্টরা এডিট করে ছড়িয়ে দেয়। কিছু সরল মুসলিমদের নিয়ে এরা গেম খেলে। এটা একধরণের প্রতারণা, যুগে যুগে এসব প্রতারণা ইসলাম বিদ্বেষীরা ক্রে যাচ্ছে, যাতে করে ইসলাম নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে। তবে এদের এ ধরণের ষড়যন্ত্রে ইসলামের কোন ক্ষতিই হবে না।

১৩ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৮

মুজিব রহমান বলেছেন: কারা ছড়াচ্ছে।
কোন অন্য ধর্মের মানুষতো এগুলো ছড়ায় না। আপনাকে যারা এগুলো পাঠায় তাদের আইডি দেখুন।

১০| ১৩ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমিন ।

১৩ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৪০

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ!
বাস্তবিক এ ধরনের ছবি পাঠিয়ে বলা হয়- আমিন না বলে কেউ যাবেন না। প্রতারণা সীমাহীন!

১১| ১৩ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১৫

শাহ আজিজ বলেছেন: ওভাবে শুধু ইবাদত কেন , পুজা অর্চনা , মন্ত্র পাঠ শেষ হওয়ার আগেই সিংহগুলোর মজাদার লাঞ্চ শেষ হয়ে যেত ।

১৪ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩২

মুজিব রহমান বলেছেন: বিশ্বাস হল অলৌকিকতা নির্ভর। তারা অলৌকিকতার উপর নির্ভর করে। ওনি অলৌকিকভাবেই এখানে এসে বিশাল আকৃতি ধারণ করেছেন- যা দেখেছে সিংহরাও শ্রদ্ধায় গদগদ- এমনটা ভাবতেই মূর্খ বিশ্বাসীদের আনন্দ।

১২| ১৪ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৪৬

এমেরিকা বলেছেন: এই ছবিটা তো ব্যাপকভাবে ভাইরাল হওয়া বা আলোচিত কোন ছবি নয়। তাহলে আপনি এটা নিয়ে পোস্ট দিলেন কেন? মানুষ এ যুগে এত গাধা নয় যে ছবিটি দেখে 'সুবহানাল্লাহ' বলে মুখের ফেনা তুলে ফেলবে বা শেয়ার দিয়ে নামাজের অলৌকিকত্ব প্রচার করবে। এই ব্লগে এই ছবিটি প্রচারের উদ্দেশ্য সম্ভবত মুসলিম শ্রেণী কেমন হিপোক্রেট ধরণের - সেটা প্রচার করা। আশ্চর্য ব্যাপার হল ১১ জন মন্তব্যকারীর কেউই ব্যাপারটি ধরতে পারেনি।

১৪ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫১

মুজিব রহমান বলেছেন: সবাই কি আপনার মতো জ্ঞানী হবেন!
এ ধরনের ছবি দিয়ে যারা প্রতারণা করেন তাদের পক্ষে আপনার অবস্থান স্পষ্ট হল। এর চেয়েও দুর্বল ছবি দিয়ে ৩০ জনকে পাঠান! আমিন না বলে যাবেন না বলা হয়। এ ছবিটি আপনার কাছে কেউ পাঠায়নি এ ব্যর্থতা আমার নয়।

১৩| ১৪ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: মুসলিমরা নিজেদের ধর্মকে মহান করতে গ্যে হাস্যকর সব কামকাম করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.