নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পের অন্ধ দশা!

১০ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১৪


বাংলাদেশে ট্রাম্প সমর্থকদের কিছু কমন বৈশিষ্ট্য নিয়ে আগেও পোস্ট দিয়েছে৷ ট্রাম্পের মতো তারাও ধর্মান্ধ, উগ্রজাতীয়তাবাদী, বর্ণবাদী ও প্রতিক্রিয়াশীল৷ ট্রাম্পের একেকটা ভয়াবহ অপরাধের পরেও ট্রাম্পকে তারা ছাড়ে না, ট্রাম্পও তাদের ছাড়ে না৷ পৃথিবীতে এখন জ্ঞান-বিজ্ঞান ও মানবিকতার অনুশীলন অনেক বেড়েছে তা তারা উপলব্ধি করে না৷ এদের ঠাঁই যে আস্তাকূঁড় সেটাও বুঝে না৷

বিশ্বজুড়েই ট্রাম্পরা প্রতিক্রিশীল বলেই গণতন্ত্র ও ভিন্নমত সহ্য করতে পারে না৷ ট্রাম্পের এই মনস্তত্ত্বের একটা নামও মনোবিজ্ঞানীরা দিবেন আশা করি৷ নির্বাচনের আগেও দেখেছি বাংলাদেশে ট্রাম্পের বিপুল সমর্থককে৷ শুধু ইসলাম বিরোধী কট্টর অবস্থানের কারণে মুসলিম মৌলবাদীরা সামান্য গোস্সা করলেও তারাও অধিকাংশ- মার্কিন প্রেসিডেন্ট সব একই বা নির্বাচনের পরেই ঠিক হবে ভেবে সমর্থন দিয়েছে৷ হিন্দু মৌলবাদীদের লম্ফঝম্ফ ছিল দেখার মতো৷ বিপরীতে মানবিক মানুষরা আতঙ্কিত হয়েছিল৷ একটা অর্বাচীন, বর্ণবাদী, ধর্মান্ধ ও বিজ্ঞানবিরোধী মানুষ মানবতা ও গণতন্ত্রের জন্য হুমকি সেটা তারা বুঝেছিল৷ মূর্খ ধর্মান্ধ ও বর্ণবাদীরা সাময়িক বিজয় লাভ করেছিল৷ আজ মানুষ উন্মাদের কর্মকাণ্ড দেখে আতঙ্কিত হচ্ছে৷ তাঁরা ভয় পাচ্ছে দানবটা শেষ পর্যন্ত কি না কি করে বসে, নাকি ইরানের উপর পারমানবিক অস্ত্রই প্রয়োগ করে বসে৷

ট্রাম্পের অন্ধ দশা গণতন্ত্র ও মানবতার জন্য আরো বিপর্যয় নেমে আসতে পারে৷ শুধু ট্রাম্প নয় ট্রাম্প অনুসারীদের বিকারগ্রস্থতাকেও থামাতে হবে৷ মৌলবাদ, বর্ণবান ও কুশিক্ষার বিরুদ্ধে মুক্তমনা, যুক্তিবাদী ও প্রগতিশীল বিজ্ঞানমনস্ক শিক্ষাই তাদের ভাবাদর্শ বদলাতে পারে৷

কেন মূর্খ মৌলবাদী ও অন্ধ বর্ণবাদীরা ট্রাম্পকে পছন্দ করে? কারণ একটাই ট্রাম্প নিজেও মূর্খ মৌলবাদী ও অন্ধ বর্ণবাদী। এক মৌলবাদী আরেক মৌলবাদীর মৌলতুতু ভাই, এক বর্ণবাদী আরেক বর্ণবাদী বর্ণতুতু ভাই। ট্রাম্প যেমন দিবা স্বপ্ন দেখে- তার গুটি কয়েক মূর্খ সমর্থক তাকে আবারো ক্ষমতায় বসিয়ে দিবে তেমনি বাংলাদেশের মৌলবাদীরা বালকদের বলাৎকার করে ভাবে স্বর্গে গেলে ৭০টি হুরি পারে। এরা সমমাপের আহাম্মক ও উজবুক। এসব বিজ্ঞানবিরোধী আহাম্মকদের থেকে বিশ্বকে মুক্তি পেতে আরো কিছুদিন লাগবে। তবে নিশ্চিতই বুঝি আহাম্মকদের দিন একদিন শেষ হবেই হবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষ যত বেশি তার অধিকারের বিষয়ে সচেতন হবে,অধিকার আধায়ে সচেষ্ট হবে ততটাই মৌলবাদ থেকে মুক্ত হবে।

২| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৪৪

রাজীব নুর বলেছেন: আমেরিকার ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট ট্রাম্প।

৩| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:৫৮

কবিতা ক্থ্য বলেছেন: একটা মানুষ এতো খারাপ হয় কেমনে?
আমেরিকার যতটুকু সম্ভব ক্ষতি করেছে এই লোকটা।

৪| ১১ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:১৭

সোহানী বলেছেন: সহমত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.